ইরানি সীমান্তরক্ষীর গুলিতে ৪ পাকিস্তানি নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মে ২০২৪, ১৭:৩৭
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় ইরানি সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৪ পাকিস্তানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা। এ সময় আর দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৯ মে) পাকিস্তানি নাগরিকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩০ মে) স্থানীয় পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের কর্মকর্তারা জানান, বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী গ্রাম মাশকেলের কাছে এ ঘটনা ঘটে।
সরকারি কর্মকর্তা সাহিবজাদা আসফান্দ বলেন, ইরানি সীমান্তরক্ষী বাহিনী কেন গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়।
নিহত চারজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।
এ বিষয়ে তেহরান বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে উভয় দেশের নিরাপত্তা বাহিনী প্রায়ই ওই অঞ্চলে তৎপর থাকা চোরাকারবারি ও বিদ্রোহীদের গ্রেফতার করে থাকে। ইরান যেভাবে হামলা চালিয়েছে ঠিক একইভাবে গত জানুয়ারিতে ইরানের অভ্যন্তরে কথিত সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তান টিট-ফর-ট্যাট নামে অভিযান চালিয়ে কমপক্ষে নয়জনকে হত্যা করেছিল।
সূত্র : এপি/ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা