নিজ ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করল দিল্লি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মে ২০২৪, ২১:৪২
ভারতের রাজধানী দিল্লি তাপমাত্রার পারদ ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের কোঠা স্পর্শ করেছে। এর মধ্য দিয়ে নিজের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে দিল্লি।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে নয়াদিল্লির মুঙ্গেশপুর আবহাওয়া দফতর।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ বুধবার নয়াদিল্লির মুঙ্গেশপুরে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে নয়াদিল্লির নারেলা শহরের তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সূত্রটি আরো জানিয়েছে, এর আগে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৪৯ দশমিক ২ ডিগ্রি। ২০২২ সালের মে মাসে নয়াদিল্লিতে রেকর্ড করা হয়েছিল এই তাপামাত্রা।
ভারতের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগর ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে রাতেও তাপমাত্রা একই রকম থাকতে পারে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা