কলকাতায় ২ মাসের ১৪৪ ধারা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২৪, ২৩:০৪
কলকাতার প্রাণকেন্দ্রে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই লোকসভা নির্বাচনের সপ্তম পর্বের আগে মিটিং-মিছিলে বাধা দিতেই পুলিশের এই পদক্ষেপ বলে মনে করছে বিরোধীরা। তবে কলকাতা পুলিশ একে যথারীতি রুটিন কাজ বলে দাবি করেছে।
লোকসভা নির্বাচনের শেষ দফায় আগামী শনিবার কলকাতায় ভোটগ্রহণ। ঘূর্ণিঝড় 'রেমাল' রবি ও সোমবারের প্রচারে জল ঢেলেছে। নির্বাচন কমিশনের নির্দেশে বৃহস্পতিবার বিকেল ৫টায় দেশ জুড়ে প্রচারের সমাপ্তি। ফলে হাতে রয়েছে আর মাত্র আড়াই দিন। এরই মধ্যেই কলকাতা পুলিশের এমন নির্দেশ। স্বাভাবিক কারণেই এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশের বিজ্ঞপ্তি
গত সপ্তাহে ২২ মে কলকাতা পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, মধ্য কলকাতার একাংশে ১৪৪ ধারা জারি করা হবে দুই মাসের জন্য। ২৮ মে থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে।
কলকাতার নগরপাল বিনীত গোয়েলের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বৌবাজার ও হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় ২৮ মে থেকে দু মাস কোনো জমায়েত করা যাবে না।
১৪৪ ধারা অনুসারে পাঁচজন বা তার থেকে বেশি মানুষ সংশ্লিষ্ট এলাকায় জড়ো হওয়া বেআইনি। কারও হাতে অস্ত্র বা লাঠি থাকলে পুলিশ ব্যবস্থা নিতে পারে। পুলিশের দাবি, সহিংস ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় ১৪৪ ধারা পুনর্বহাল করার সিদ্ধান্ত।
যেদিন থেকে ১৪৪ ধারা কার্যকর হয়েছে, সেদিন, অর্থাৎ মঙ্গলবারই কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোকর্মসূচি। এমন দিনেই পুলিশের এই ১৪৪, যা বর্তমান ঘোষণা অনুযায়ী, জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত বহাল থাকার কথা।
প্রধানমন্ত্রীর রোড শোর কর্মসূচি উত্তর কলকাতায় দলীয় প্রার্থী তাপস রায়ের সমর্থনে। তাপস রায় সম্প্রতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও রোড শোর কর্মসূচি ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেটিও মধ্য কলকাতার বাইরে।
বিরোধীদের তির
কলকাতা পুলিশের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, ভোটের সময় প্রচারে বাধা তৈরি করাই এই সিদ্ধান্তের লক্ষ্য।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন করবেন বলেছিলেন। সেটা না হোক, কাশ্মীরের শ্রীনগর হয়ে উঠেছে এই শহর। সেখানেও বোধহয় টানা দুই মাস ধরে ১৪৪ ধারা জারি করা হয়নি।’
তবে কলকাতা পুলিশের সেই এক কথা- এটা তাদের রুটিন পদক্ষেপ। ভিক্টোরিয়া হাউস ও ডালহৌসিতে নিয়মিত ১৪৪ ধারা জারি থাকে।
পুলিশ জানায়, এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি এবং গত বছরের ৩০ নভেম্বর, দুই মাসের জন্য কলকাতার ওই অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তাদের দাবি, এমন সিদ্ধান্ত তার আগেও তারা নিয়েছে। কিন্তু কলকাতা শহরে বছরে কমপক্ষে চার মাস ১৪৪ ধারা জারির দৃশ্যমান কোনো কারণের কথা পুলিশ উল্লেখ করেনি।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের কণ্ঠেও পুলিশের বক্তব্যেরই সুর, ‘সকলের জানা দরকার, ভিক্টোরিয়া হাউস, বিবাদী বাগ চত্বরে ১৪৪ ধারা জারি করা থাকে। দুই মাস পরপর এই নির্দেশ নতুনভাবে জারি করা হয়। এর সঙ্গে রাজনৈতিক প্রচার, প্রধানমন্ত্রীর শোভাযাত্রার সম্পর্ক নেই।’
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা