সহিংসতার ২ মামলায় খালাস পেলেন ইমরান খান
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ মে ২০২৪, ২৩:০৮
সহিংসতার দু’টি মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান ও তার দলের নেতারা।
সোমবার (২০ মে) বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাস ও শাহজাদ খান করাচি কোম্পানি ও কোহসারে নথিভুক্ত ওই মামলায় খালাসের রায় দেন।
ডনের খবরে বলা হয়, দুই বছর আগে ইমরান খান ও তার দলের নেতাদের বিরুদ্ধে ২৫ মে ‘আজাদি মার্চ’ বিক্ষোভের সময় সহিংসতা, দাঙ্গা, জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগে থানায় মামলা করা হয়েছিল।
এসব মামলায় ইমরান খান ছাড়াসহ পিটিআইয়ের নেতা শাহ মাহমুদ কোরেশী, কাসিম সুরি, জারতাজ গুল, আলী নওয়াজ আওয়ান, ফয়সাল জাভেদ, শিরিন মাজারি, সাইফুল্লাহ নিয়াজি, আসাদ ওমর ও আওয়ামী মুসলিম লিগের চেয়ারম্যান শেখ রশিদকে খালাস দেয়া হয়েছে।
করাচি কোম্পানি পুলিশ ইমরান খান, কোরেশী, মিসেস মাজারি, নিয়াজি, উমর, মিসেস গুল, আওয়ান এবং জাভেদ প্রমুখ নেতাদের বিরুদ্ধে ধারা ১০৯ (প্ররোচনা), ১৪৮ (মারাত্মক অস্ত্রে সজ্জিত দাঙ্গা), ১৪৯ (বেআইনি সমাবেশ), ১৮৬ (জনসেবাতে বাধা দেয়া), ১৮৮ (অবাধ্যতা), ৩৫৩ (সরকারি কর্মচারির উপর হামলা), ৪২৭ (ক্ষতি ঘটানো) এবং ৪৩৫ (ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে আগুন বা বিস্ফোরক পদার্থ দ্বারা দুর্বৃত্তায়ন) অনুযায়ী মামলা করেছে। পরে এ মামলার যুক্তিতর্ক শোনেন নিম্ন আদালত। কিন্তু রায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। সোমবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাস ও শাহজাদ খান রায় ঘোষণা করেন।
সূত্র : ডন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা