০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আবারো ভারতের নির্বাচন তাপপ্রবাহের মুখে, সতর্ক করল আবহাওয়া ব্যুরো

আবারো ভারতের নির্বাচন তাপপ্রবাহের মুখে, সতর্ক করল আবহাওয়া ব্যুরো - সংগৃহীত

ভারতের ছয় সপ্তাহের নির্বাচনে বিভিন্ন অঞ্চলে ভোট দিতে প্রস্তুত থাকা লাখ লাখ জনগণকে আবহাওয়া ব্যুরো তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার তাপপ্রবাহের সম্মুখীন হওয়ার ব্যাপারে সতর্ক করেছে।

বিশ্লেষকরা ২০১৯ সালের সর্বশেষ জাতীয় নির্বাচনের তুলনায় ভোটদানের হার হ্রাসের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহজেই তৃতীয় মেয়াদে জয়ী হবেন এমন ব্যাপক প্রত্যাশা এবং গ্রীষ্মে গড়ের চেয়ে উষ্ণ তাপমাত্রাকে দায়ী করছে।

নির্বাচন চলাকালীন ভারতের কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার আশঙ্কার ভেতরে সাত ধাপের নির্বাচনের সর্বশেষ ধাপে ভোটগ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাতের এক পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও ঝাড়খন্ড সবক’টি রাজ্যেই ‘মাঝারি তাপপ্রবাহ অবস্থা’র ভেতর দিয়ে সোমবার ভোট অনুষ্ঠিত হবে। এ সময় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় আবহাওয়া ব্যুরো শিশু, বৃদ্ধ এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য ‘মাঝারি স্বাস্থ্য উদ্বেগ’ সম্পর্কে সতর্ক করেছে এবং সেসব রাজ্যের বাসিন্দাদের তাপমাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লিতেও সপ্তাহের শেষে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) হতে পারে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে কয়েক মিলিয়ন মানুষ গত মাসে দীর্ঘায়িত তাপপ্রবাহ সহ্য করেছে। ওই তাপপ্রবাহের কারণে ফিলিপাইন ও বাংলাদেশের স্কুল বন্ধ করে দেয়া হয়।

ভারতের নির্বাচন কমিশন গত মাসে জানিয়েছিল, প্রতিটি ধাপে ভোট গ্রহণের আগে তাপপ্রবাহ ও আর্দ্রতার প্রভাব পর্যালোচনা করতে তারা একটি টাস্কফোর্স গঠন করেছে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

সকল