১৭ সেপ্টেম্বর ৭৫ বছর, ওই দিনই অবসর নেবেন মোদি!
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ মে ২০২৪, ০৭:০৩
চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ বছরে পা দেবেন। তারপর কি তিনি রাজনীতি থেকে অবসর নেবেন? যদি তা-ই হয়, তবে মোদির পর ভারতের প্রধানমন্ত্রী মুখ কে হবেন? অমিত শাহ? শনিবার এমন প্রশ্নই তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার সেই প্রশ্নেরই জবাব দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, আগামী দিনে মোদিই ভারতের প্রধানমন্ত্রী থাকবেন। নেতৃত্ব দেবেন দেশকে।
শনিবার এক জনসভা থেকে শাহ বলেন, "আমি অরবিন্দ কেজরিওয়াল এবং ‘ইন্ডিয়া’ জোটকে বলতে চাই যে, বিজেপির সংবিধানে এ জাতীয় কিছুরই (৭৫ বছরের বয়ঃসীমা) উল্লেখ নেই। প্রধানমন্ত্রী হিসাবে মোদিই মেয়াদ শেষ করবেন। আগামীতে তিনিই দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপির মধ্যে এ নিয়ে কোনো বিভ্রান্তি নেই।’’
আবগারি মামলায় ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। ৫০ দিন পর শুক্রবারই অন্তর্বর্তী জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের ২১ দিনের জামিন মঞ্জুর করেছে। শনিবার সকাল থেকেই প্রচারে নেমেছেন কেজরিওয়াল। সস্ত্রীক মন্দিরে পূজা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেন। সেখানেই মোদি এবং বিজেপিকে একাধিক ইস্যুতে নিশানা করেছেন কেজরি।
কেজরি প্রশ্ন তোলেন, "তারা (বিজেপি) প্রশ্ন করছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রধানমন্ত্রীর মুখ কে? আমি বিজেপিকে জিজ্ঞেস করতে চাই, তাদের প্রধানমন্ত্রী কে হবেন? আগামী বছরের ১৭ সেপ্টেম্বর মোদিজি ৭৫ বছরে পা দেবেন। তিনি নিজেই ২০১৪ সালে নিয়ম করেছিলেন যে ৭৫ বছর বয়সী ব্যক্তিদের অবসর দেবেন। লালকৃষ্ণ আদভানি, মুরলিমনোহর যোশি, সুমিত্রা মহাজনেরা অবসর নিয়েছিলেন।’’
এখানেই থেমে থাকেননি কেজরি। আপ প্রধান আরো বলেন, ‘তিনি (মোদি) আগামী বছর অবসর নেবেন। তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন। শাহ কি মোদিজির গ্যারান্টি পূরণ করবেন?’ কেজরির এই দাবি নস্যাৎ করে দিয়েছেন শাহ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা