আগামী সপ্তাহে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ মে ২০২৪, ১৭:৫৬
আগামী ১০ থেকে ১৫ মে-এর মধ্যে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। সোমবার (৬ মে) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ থেকে ১৫ মে-এর মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের বহুল প্রত্যাশিত ইসলামাবাদ সফর হতে পারে। এই সফরে দেশটির নানা প্রকল্পে সৌদি বিনিয়োগ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমান সরকারের মেয়াদে এটাই হবে মোহাম্মাদ বিন সালমানের প্রথম পাকিস্তান সফর। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সময়কালেও দেশটি সফর করেছিলেন।
সূত্রটি আরো জানিয়েছে, এই সফরটি আগামী দিনে পাকিস্তানে ৫ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে। যাইহোক, মোহাম্মাদ বিন সালমানের প্রত্যাশিত এই সফরের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার কথা রয়েছে।
সূত্র : জিও নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা