১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমলা ও পুলিশদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে, অভিযোগ মমতার

মমতা ব্যানার্জি। - ছবি : সংগৃহীত

ফোন করে আমলা এবং পুলিশ অফিসারদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি।

তিনি নিজের সূত্র মারফত এই খবর পেয়েছেন বলেও দাবি করেন। শুধু তা-ই নয়, কারা আইএএস, আইপিএসদের ফোন করছেন, তাও ‘ফাঁস’ করেছেন মমতা।

বৃহস্পতিবার নদিয়ার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামের সভায় এমন অভিযোগ করেন তিনি।

তার দাবি, আমলা এবং পুলিশ কর্মকর্তাদের যার যে রাজ্যে বাড়ি, সেখানকার বিজেপি মুখ্যমন্ত্রীদের দিয়ে বাড়িতে ফোন করানো হচ্ছে।

মমতা বলেন,‘আমি জানি, আইএএস, আইপিএস অফিসারদের, যার যে রাজ্যে বাড়ি, সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে। বলানো হচ্ছে, বিজেপির পক্ষে যেন কাজটা তারা করেন।’

তবে কে বা কারা এই খবর তাকে দিলেন,‘গোপন সূত্রের’ উৎস কী, তা স্পষ্ট করে বলতে চাননি মমতা। তিনি বলেন,‘এটা আমাকে কেউ বলেনি। আমি আমার নিজের সোর্স থেকে জেনেছি। কোনো আইএএস বা আইপিএস আমাকে এটা বলেননি। খবর আমার কানে এসেছে।’


উল্লেখ্য, আইএএস এবং আইপিএস কর্মকর্তারা প্রশাসনের অঙ্গ। কোনো দলের সাথে তাদের সম্পর্ক থাকে না। তারা প্রশাসন পরিচালনা করেন। মমতার অভিযোগ, প্রশাসনের সেই কর্মকর্তাদেরই ভোটের সময়ে কাজে লাগাতে চাইছে বিজেপি।

লোকসভা ভোটের প্রথম দুই দফায় ভোট শতাংশের হার বেড়ে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন,‘ভাবতে পারছেন! ভোটের দিন লোকে জানল এত ভোট পড়েছে। কিছু দিন পরে সেই হিসাব বদলে গেল! কমিশন বলল, আরো ছয় শতাংশ ভোট বেশি পড়েছে। কী করে ভোটের হার এভাবে বেড়ে যায়?’

উল্লেখ্য, প্রথম দুই দফার ভোটগ্রহণের পর কমিশন সূত্রে জানা গিয়েছিল, কোথায় কত শতাংশ ভোট পড়েছে। পরে কমিশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, আরো ছয় শতাংশ ভোট বেশি পড়েছে। এর পরেই আচমকা এই ভোটবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তার সন্দেহ, যে যে কেন্দ্রে বিজেপি কম ভোট পেয়েছে, সেখানে রাতের অন্ধকারে বদলে দেয়া হচ্ছে ইভিএম। এ নিয়ে দেশের অন্যান্য বিরোধী দলগুলিকেও সতর্ক হতে বলেছেন তিনি।


সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত

সকল