১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় অস্ত্রবিরতির আহ্বান সৌদি আরব ও পাকিস্তানের

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ইসলামাবাদে দেখা করেন - ফাইল ছবি

মঙ্গলবার সৌদি আরব ও পাকিস্তান যৌথভাবে গাজায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে । সৌদিরা ইসরাইলের ওপর ইরানের সাম্প্রতিক আক্রমণের কথা উল্লেখ না করেই এই অঞ্চলে উত্তেজনা হ্রাসের কথা বলেছেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান আল সৌদের নেতৃত্বে সোমবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দু'দিনের সফরে পাকিস্তান পৌঁছায়। তাদের সফরের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানে বিনিয়োগের সুয়োগ খুঁজে পাওয়া।

এই সংক্ষিপ্ত সফর শেষে পাকিস্তানের পররাষ্ট্রামন্ত্রী ইসহাক দারের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে আল সৌদ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যকার বৈরিতার অবসান ঘটানোর আহ্বান জানান। তিনি ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান সংখ্যায় জীবনহানির কথা উল্লেখ করেন।

আল সৌদ বলেন, 'এই পরিস্থিতি মেনে নেয়া যায় না । এটি আন্তর্জাতিক নিয়মের সম্পূর্ণ ব্যর্থতা। আমাদের এখনই অস্ত্রবিরতি করতে হবে।'

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, 'বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দায়িত্ব পালন করছে না। এই হত্যাকাণ্ড বন্ধ করতে আমাদের আরো কিছু করতে হবে।'

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

দার বলেন, 'অবিলম্বে ও নিঃশর্তে অস্ত্রবিনতির ব্যাপারে আমরা উভয়ই সহমত।'

ইসরাইলের নাম উল্লেখ না করেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী গাজার পরিস্থিতিকে গণহত্যা বলে ঘোষণা করেন এবং জবাবদিহিতার আহ্বান জানান।

এই দু জন শীর্ষ কুটনীতিক ফিলিস্তিনিদের কাছে কিনা বাধায় ত্রাণসামগ্রী সরবরাহের কথা বলেন। তবে কোনো কর্মকর্তাই হামাসের হাতে এখনো বন্দি ১০০ জনের বেশি পণবন্দির মুক্তির কথা বলেননি।

উভয় পররাষ্ট্রমন্ত্রীই ইসরাইলে ইরানের হামলার বিষয়ে নিশ্চুপ ছিলেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল