১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত সীমান্তে বিতর্কিত এলাকার চীনের নতুন নামকরণে তীব্র আপত্তি যুক্তরাষ্ট্রের

ভারত সীমান্তে বিতর্কিত এলাকার চীনের নতুন নামকরণে তীব্র আপত্তি যুক্তরাষ্ট্রের - ফাইল ছবি

চীন ও ভারতের মধ্যকার বিরোধপূর্ণ হিমালয় সীমান্তের ৩০টি স্থানের নতুন নামকরণের বেইজিংয়ের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, 'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল' নামে পরিচিত এলাকায় এই উদ্যোগ চীনের ভূখণ্ডগত দাবি নতুন করে করার 'একতরফা প্রয়াস।'

মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রতিনিধি মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্র সামরিক বা বেসমারিক- যেকোনো ধরনের দখলের একতরফা চেষ্টার তীব্র বিরোধিতা করে।

এর আগে খবরে প্রকাশ পায় যে চীনের বেসমারিক দফতর ভারত-শাসিত অরুনাচল প্রদেশের কয়েকটি স্থান, নদী, পাহাড়, আবাসিক এলাকার নতুন নামকরণ করেছে। উল্লেখ্য, ভারতের কাছে অরুনাচল প্রদেশটিকে চীন জাঙনানা হিসেবে দাবি করে বলে যে এটি তাদের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশবিশেষ।

কয়েকটি ভারতীয় পত্রিকায় খবরটি প্রকাশিত হওয়ার পর ভারতের পররাষ্ট্র দফতর বেইজিংয়ের এই 'কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপ' প্রত্যাখ্যান করে।

সূত্র : দি স্টার

 


আরো সংবাদ



premium cement