০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সিনেট চেয়ারম্যান পদে ইউসুফ রাজা গিলানিকে মনোনয়ন দিলো পিপিপি

- ছবি : জিও নিউজ

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে সিনেট চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির রাজনৈতিক সচিব জামিল সুমরো এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

পিপিপি এবং পিএমএল-এন-এর মধ্যে একটি চুক্তি অনুসারে, প্রেসিডেন্ট, সিনেটের চেয়ারম্যান এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার গভর্নর পদগুলো পিপিপিকে দেয়া হয়েছিল। অন্যদিকে সিনেটের ডেপুটি চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার এবং সিন্ধু ও বেলুচিস্তানের গভর্নর পদগুলো পিএমএল-এনকে দেয়া হয়েছে।

এই মুহুর্তে গিলানির পিপিপি থেকে ২৪ জন, পিএমএল-এন থেকে ১৯ জন, বিএপি থেকে চারজন, এএনপি থেকে তিনজন, তিনজন স্বতন্ত্র এবং ন্যাশনাল পার্টির একজনের সমর্থন রয়েছে। তাদের সংখ্যা ৫৪ জনে পৌঁছেছে।

তিনি যদি তিনজন এমকিউএম-পি এবং পাঁচজন জেইউআই-এফ সিনেটরের সমর্থন পান, তবে সংখ্যাটি হবে ৬২। তখন তিনি ক্ষমতাসীন জোটের মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী হওয়ার পক্ষে আরামদায়ক অবস্থানে থাকবেন।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement

সকল