০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

পান্নুন হত্যাচেষ্টা : তৃতীয় পক্ষের পরামর্শ নাকচ করল ভারত

পান্নুন হত্যাচেষ্টা : তৃতীয় পক্ষের পরামর্শ নাকচ করল ভারত - ফাইল ছবি

খালিস্তানপন্থী নেতা গুরপাওয়ান্ত সিং পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্র তদন্তে চীনের মন্তব্যের সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যেকোনো সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম।

ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র রনধির জাইসওয়াল বলেন, এ বিষয়টি নিয়ে সম্পর্কহীন তৃতীয় পক্ষের অনুমানমূলক মন্তব্য এবং অযৌক্তিক পরামর্শের কোনো প্রয়োজন নেই।

উল্লেখ্য, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সংশ্লিষ্ট দেশগুলোকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক রীতি মেনে চলতে হবে।

তিনি বলেন, আমরা আশা করি যে সংশ্লিষ্ট দেশগুলো আন্তরিকভাবে আন্তর্জাতিক আইন মেনে চলবে।

তার বক্তব্যের প্রতিবাদে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই মন্তব্য করেন।

মার্কিন বিচার বিভাগের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ভাড়া করা হয়েছিল পান্নুনকে হত্যা করার জন্য। নিখিল এখন হেফাজতে রয়েছেন।

মার্কিন বিচার বিভাগ দাবি করেছে, ভারত সরকারের এক কর্মী এক ভারতীয় নাগরিককে নিয়োগ করেছিল পান্নুনকে হত্যা করার জন্য। তবে মার্কিন কর্তৃপক্ষ ওই চেষ্টা ভণ্ডুল করে দেয়।

গত বছর ভারত ওই ব্যর্থ হত্যাচেষ্টার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে।

সূত্র : এএনআই


আরো সংবাদ



premium cement