০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ফিলিপাইনের সার্বভৌমত্বের প্রতি ভারতের দৃঢ় সমর্থন ঘোষণা

ফিলিপাইনের সার্বভৌমত্বের প্রতি ভারতের দৃঢ় সমর্থন ঘোষণা - ছবি : সংগৃহীত

ফিলিপাইনের জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার প্রতি নয়া দিল্লির অবিচল সমর্থনের কথা ঘোষণা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ম্যানিলায় মঙ্গলবার ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনীর ভূমিকাসহ হুমকি মোকাবেলায় লোহিত সাগর এবং আরব সাগরে ভারতের নৌবাহিনী মোতায়েনের রূপরেখা তুলে ধরেন।

চীন চীন সাগরে ফিলিপাইন ও চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে এই ঘোষণা এলো।

জয়শঙ্কর বলেন, 'এই সুযোগকে কাজে লাগিয়ে আমি দৃঢ়ভাবে ফিলিপাইনের জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার প্রতি ভারতের সমর্থনের কথা ঘোষণা করছি।

উল্লেখ্য, ইয়ুনগিন শোল নিয়ে ফিলিপাইনের দাবির প্রতি জাতিসঙ্ঘ বিশেষ আদালত অনুকূল রায় দেয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওই অবস্থানকে সমর্থন করেন।

ভারতের মন্ত্রী বলেন, 'আমরা মনে করি যে এই অঞ্চলের সমৃদ্ধির ভিত্তি হতে পারে আইনের শাসনভিত্তিক ব্যবস্থা। সাগরের সীমার ব্যাপারে ইউএনসিএলওএস ১৯৮২ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সকল পক্ষকে আক্ষরিক ও চেতনাগত দিক থেকে এর অস্তিত্বকে মেনে চলতে হবে।

তিনি ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনীর ভূমিকাসহ হুমকি মোকাবেলায় লোহিত সাগর এবং আরব সাগরে ভারতের নৌবাহিনী মোতায়েনের রূপরেখা তুলে ধরেন।

জয়শঙ্কর বর্তমানে তিন দেশ তথা সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইন সফরে রয়েছেন।

সূত্র : উইনিউজ


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল