মাদরাসা আইন বাতিল হওয়ায় বিপাকে ভারতের মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মার্চ ২০২৪, ১৯:৪৮, আপডেট: ২৫ মার্চ ২০২৪, ২০:৩৭
ভারতের উত্তর প্রদেশে সম্প্রতি ‘মাদরাসা আইন ২০০৪’-কে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ভারতের হায়দারাবাদভিত্তিক গণমাধ্যম সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘মাদরাসা আইন ২০০৪’-কে অসাংবিধানিক ঘোষণা করেছে এলাহাবাদ হাইকোর্ট। এতে অনেক মাদরাসা শিক্ষক ও ছাত্রদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী শিক্ষা হারানোর ভয়ে এবং শিক্ষকরা তাদের চাকরি হারানোর জন্য উদ্বিগ্ন।
সূত্রটি আরো জানিয়েছে, মাদরাসা শিক্ষা ব্যবস্থায় কোনো ধর্মনিরপেক্ষতা খুঁজে পাওয়া যায়নি বলে এমন সিদ্ধান্ত দেয় এলাহাবাদ হাইকোর্ট। এরপর যোগী আদিত্যনাথ সরকারকে মাদরাসার শিক্ষার্থীদের সরকারি স্কুলে স্থানান্তর করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে।
সূত্র : সিয়াসত ডেইলি