২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাকিস্তানে থানায় হামলা, ১৬ পুলিশ হতাহত

পাকিস্তানে থানায় হামলা, ১৬ পুলিশ হতাহত - ছবি : সংগ্রহ

পাকিস্তানের খাইবার-পাকতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় থানায় ভয়াবহ হামলায় ১০ পুলিশ সদস্য নিহত এবং অন্য ছয়জন আহত হয়েছে। আজ সোমবার খুব ভোরে এই হামলা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসীরা জেরার তেসিল দরাবান থানায় ভারী অস্ত্র নিয়ে ভোর ৩টায় হামলা চালায়। আহতদের ডিএইচকিউ হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসীরা থানার চার দিক থেকে গ্রেনেড বর্ষণ করে এবং ব্যাপক গুলি চালায়।

পুলিশও পাল্টা গুলি চালায়। তবে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে আইনপ্রয়োগকারী বাহিনী জানিয়েছে।

নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাসি অভিযান চালাচ্ছে।

গত মাসে মিরানশাহের কোহাট এবং লা্কিক মারওয়াটে দুটি পৃথক হামলায় তিন পুলিশ সদস্য এবং দুই সেনা সদস্য নিহত হয়। এছাড়া খাইবার পাকতুনখাওয়া আইন পরিষদের প্রার্থী এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগান সীমান্ত-সংলগ্ন জেলাগুলোতে হামলা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

ইসলামাবাদ অভিযোগ করছে, কাবুল তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি)-এর মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে আশ্রয় দিচ্ছে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল


আরো সংবাদ



premium cement