মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫, আপডেট: ০২ অক্টোবর ২০২৩, ০৯:৩১
মালদ্বীপে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি দেশটির দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।
শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কর্মকর্তা বলেছেন, এর আগে নির্বাচন কমিশন ভোট দিতে ভোটারদের উৎসাহিত করেছে।
দ্বিতীয় দফার এই প্রেসিডেন্ট নির্বাচনে দুই লাখ ৮২ হাজার ভোটারের ভোট দেয়ার কথা রয়েছে। শনিবার রাত কিংবা রোববার সকালে ভোটের ফল জানা যাবে।
চীন ভারতের শক্তিমত্তার খেলার ছায়ায় অনুষ্ঠিত এই নির্বাচনে ইব্রাহিম মোহাম্মদ সলিহ (৬১) জয়ী হলে দ্বীপ দেশটিতে নয়াদিল্লির প্রভাব বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ, সলিহ’র সাথে নয়া দিল্লির সম্পর্ক ভালো। অপরদিকে প্রথম দফার নির্বাচনে এগিয়ে থাকা মোহাম্মদ মুইজু (৪৫) চীনপন্থী হিসেবে পরিচিত।
প্রথম দফার নির্বাচনে মোহাম্মদ মুইজু ৪৬ শতাংশ এবং ইব্রাহিম মোহাম্মদ সলিহ ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। তবে আজকের নির্বাচনে দু’জনের মধ্যে হাডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
উল্লেখ্য, ভারত মহাসাগরের মাঝে কৌশলগত একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। এটি বিশ্বের ব্যস্ততম পূর্ব পশ্চিম শিপিং লেনগুলোর একটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা