মালদ্বীপে আজ নির্বাচন : নেপথ্যে চীন-ভারত লড়াই
- ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩
চীন ও ভারতের লড়াইয়ের আবহে আজ শনিবার মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট আটজন প্রার্থী থাকলেও ধারণা করা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং রাজধানী মালের মেয়র মোহাম্মদ মু্ইজের মধ্যে। বর্তমান প্রেসিডেন্ট সলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত। আর মুইজ চীনাপন্থী হিসেবে নজর কেড়েছেন।
গত মাসের শেষ দিকে অনুষ্ঠিত মালদ্বীপের থিঙ্ক ট্যাঙ্ক বানি সেন্টারের জরিপে সলিহকে সামান্য এগিয়ে থাকতে দেখা গেলেও প্রায় ৫৩ ভাগ ভোটার মুখ বুজে রয়েছেন। তাদের ভোটের ওপরই নির্ভর করছে ফলাফল।
মালদ্বীপের সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফায় নির্বাচন হবে। শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ওই নির্বাচনও হবে চলতি মাসেই।
পাঁচ বছর আগে বেশ অপ্রত্যাশিতভাবেই চীনপন্থী হিসেবে পরিচিত ওই সময়ের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হারিয়ে জয়ী হয়েছিলেন সলিহ। তিনি ছিলেন মহাজোটের প্রার্থী। কিন্তু নির্বাচনের পর ওই জোট ভেঙে খান খান হয়ে গেছে। ওই সময় সলিহকে যারা জয়ী হতে ব্যাপকভাবে সহায়তা করেছিলেন, তাদের অনেকে এখন তার তীব্র বিরোধিতায় নেমেছেন।
'ইন্ডিয়া-ফার্স্ট' নীতির অনুসারী সলিহ ভারতের কাছ থেকে বিপুল সহায়তা পেয়েছেন। তিনি পাশ্চাত্যের সাথেও সম্পর্ক নবায়ন করেছেন। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, তার আমলে দেশে দুর্নীতি নজিরবিহীন পর্যায়ে বেড়ে গেছে। রাজনৈতিক মদতপুষ্ট মামলাও বেড়েছে।
অন্য দিকে মুইজ ২০২১ সালের মেয়র নির্বাচনে দুর্দান্তভাবে জয়ী হয়েছেন। মালে সলিহর মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু সেখানেই তিনি সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের প্রগ্রেসিভ পার্টি এবং পিপলস ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
এদিকে মুইজ ইতোমধ্যেই 'ইন্ডিয়া আউট' প্রচারণা চালিয়েছেন। চীনা-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুইজ তার দেশ থেকে ভারতীয় সামরিক উপস্থিতি, ভারতীয় নজরদারি বিমান অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্র : আল জাজিরা, রয়টার্স এবং অন্যান্য
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা