বর্ষায় বিপর্যস্ত হিমাচলে ৪০০ জনের প্রাণহানি
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202309/774261_113.jpg)
ভারতের হিমাচলে বর্ষায় বিপর্যস্ত হয়ে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এই কথা জানিয়েছেন রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিংহ। দুর্যোগে আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি বাসিন্দা।
তিনি আরো জানান, চলতি বছরে বর্ষার মৌসুমে হিমাচলে বেশ কয়েকবার ধস নেমেছে। অবিরাম বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন বহু বাসিন্দা। এই প্রসঙ্গে হিমাচলের মন্ত্রী আরো জানিয়েছেন, রাজ্যের বহু বাসিন্দা নিজেদের জমি হারিয়েছেন। হিমাচলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিমলার।
জানা যায়, জুলাই মাসে রেকর্ড হারে বৃষ্টি হয়েছে হিমাচলে। জুলাই মাসে হিমাচলে বৃষ্টি হয়েছে ৪৩৭.৫ মিমি। এই সময়ে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ২৫৫.৯ মিমি। ১৯৮০ সালের পর এই প্রথম বার জুলাই মাসে এত পরিমাণে বৃষ্টি হলো এই রাজ্যে। অগস্টে হিমাচলে বৃষ্টির ঘাটতি হয়েছে ৪ শতাংশ। এই সময়ে রাজ্যে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ২৫৬.৮ মিমি। অগস্টে হিমাচলে বৃষ্টি হয়েছে ২৪৭.৬ মিমি। চলতি বর্ষার মৌসুমে এখনো পর্যন্ত হিমাচলে বৃষ্টি হয়েছে ৮১৬.৪ মিমি। স্বাভাবিক পরিমাণ ৬১৩.৮ মিমি।
সূত্র : আনন্দবাজার
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা