৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

'বিজয় দিবসে' আমেরিকাকে তালেবান : আমাদের স্বীকৃতি দিন

কাবুলের একটি রাস্তায় তালিবানের পতাকা ঝুলিয়ে দিচ্ছেন এক আফগান কর্মী - ফাইল ছবি

আফগানিস্তানে তালেবান ১৫ আগস্টকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'বিজয়ের' দিন হিসেবে ঘোষণা করেছে। তারা কাবুলে তাদের ক্ষমতায় ফেরার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করে।

২০২১ সালের ১৫ আগস্ট যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ এশীয় দেশটির রাজধানী তৎকালীন বিদ্রোহী তালেবান দখল করে নেয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে আফগান যুদ্ধে তাদের দুই দশকের সম্পৃক্ততার অবসান ঘটায়।

বার্ষিকীর আগে শ্রম ও সামাজিকবিষয়ক মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, 'মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইসলামী আমিরাতের নেতৃত্বে আফগানিস্তানের জনগণের জিহাদের (পবিত্র যুদ্ধ) বিজয় দিবস।'


ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, 'যুক্তরাষ্ট্র ও অন্যদের আমাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার সময় এসেছে। কারণ এটি আফগানিস্তানের জনগণের অধিকার এবং এটি আটকানো কোনো ইতিবাচক পদক্ষেপ নয়।'

উল্লেখ্য, জাতিসঙ্ঘ অনির্দিষ্টকালের জন্য তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি স্থগিত করেছে।

যদিও মুজাহিদ তাদের ইসলামী আমিরাত বিশ্ব সম্প্রদায়ের অংশ হওয়ার জন্য গত দুই বছরে সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করা হয়েছে বলে দাবি করেছেন।
সূত্র : ভয়েজ অব আমেরিকা


আরো সংবাদ



premium cement