০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ভারতে ট্রেন দুর্ঘটনা : ২ বাংলাদেশী হাসপাতালে চিকিৎসাধীন

ভারতে ট্রেন দুর্ঘটনা : ২ বাংলাদেশী হাসপাতালে চিকিৎসাধীন। - ছবি : সংগৃহীত

ভারতে শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এ তথ্য জানিয়েছেন।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘কোনো বাংলাদেশীর নিহতের তথ্য আমাদের কাছে নেই। আমরা এখন পর্যন্ত যা জানতে যে দুই আহত বাংলাদেশী যাত্রী বর্তমানে ওড়িশার দু’টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এছাড়া বাংলাদেশ থেকে ট্রেনের চার যাত্রীর পরিবার আমাদের সাথে যোগাযোগ করে জানায়, তারা (চার বাংলাদেশী) এখনো নিখোঁজ রয়েছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি এবং ইতোমধ্যে কলকাতা ডেপুটি হাইকমিশনের একটি দল আজ সকালে দুর্ঘটনাস্থলে গিয়েছে। আশা করি, সেখানে পৌঁছানোর পর তারা আহত বাংলাদেশীদের সাথে সমন্বয় করবেন।’

মিশনটি আরো সহায়তার জন্য একটি জরুরি সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ নম্বর সরবরাহ করেছে, সেটি হলো +৯১৯০৩৮৩৫৩৫৩৩।


আরো সংবাদ



premium cement