১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : নিহত ৭০

১৫ বগি লাইনচ্যুত
উল্টে গেছে ট্রেনটির অনেকগুলো বগি। - ছবি : এনডিটিভি

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৭০ জন নিহত হয়েছে। তিনটি ট্রেনের এ দুর্ঘটনায় আহত হয়েছে ৩৫০ জনের বেশি। ৬০০ থেকে ৭০০ জন দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার রাত ৭টা ২০ মিনিটের দিকে উড়িষ্যার বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনায় পড়ে। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি। বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের দুটি বগিও লাইন থেকে ছিটকে যায়।

সার্বিকভাবে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৫০ জন।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওড়িষ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। আহত হয়েছেন ৩৫০ জনের বেশি।

ওড়িষ্যার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩০০-৪০০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনটি পশ্চিমবঙ্গের কলকাতার কাছাকাছি শালিমার স্টেশন থেকে চেন্নাই কেন্দ্রীয় স্টেশনের উদ্দেশে যাচ্ছিল।

সূত্র : পিটিআই, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি


আরো সংবাদ



premium cement