২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানে তুষার ধসে নিহত ১১

পাকিস্তানে তুষার ধসে নিহত ১১। - ছবি : সংগৃহীত

পাকিস্তানের বাল্টিস্তানের অঞ্চলের আস্টোরে ‍তুষার ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছে আরো ১৩ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জিবি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (জিবিডিএমএ) জানায়।

জানা গেছে, ২৫ ব্যক্তি গবাদি পশু নিয়ে কাশ্মির থেকে আস্টোরে যাওয়ার সময় তুষারপাতের কবলে পড়ে। অবশিষ্ট লাশ উদ্ধারের জন্য রেসকিউ-১১২২, জেলা প্রশাসন ও স্থানীয় সম্প্রদায়ের উদ্ধার অভিযান পরিচালনা করছে।

জিবিডিএমএ জানিয়েছে, আহত ১৩ জনকে জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় নিহতের জন্য দোয়া ও শোকসন্তপ্তদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে এ ধরনের ঘটনা বাড়ছে।

তিনি বিশ্বকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন।
সূত্র : ডন

 


আরো সংবাদ



premium cement