পাকিস্তানে তুষার ধসে নিহত ১১
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২৩, ০০:০৫
পাকিস্তানের বাল্টিস্তানের অঞ্চলের আস্টোরে তুষার ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছে আরো ১৩ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জিবি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (জিবিডিএমএ) জানায়।
জানা গেছে, ২৫ ব্যক্তি গবাদি পশু নিয়ে কাশ্মির থেকে আস্টোরে যাওয়ার সময় তুষারপাতের কবলে পড়ে। অবশিষ্ট লাশ উদ্ধারের জন্য রেসকিউ-১১২২, জেলা প্রশাসন ও স্থানীয় সম্প্রদায়ের উদ্ধার অভিযান পরিচালনা করছে।
জিবিডিএমএ জানিয়েছে, আহত ১৩ জনকে জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় নিহতের জন্য দোয়া ও শোকসন্তপ্তদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে এ ধরনের ঘটনা বাড়ছে।
তিনি বিশ্বকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন।
সূত্র : ডন
شونٹھر ٹاپ پاس میں برفانی تودہ گرنے سے قیمتی جانوں کے زیاں پر دلی دکھ اور رنج ہوا۔ مرحومین کی مغفرت اور ان کے اہلِ خانہ کیلئے صبر جمیل کیلئے دعا گو ہوں۔ موسمیاتی تبدیلی کے اثرات کی وجہ سے پاکستان میں ایسے واقعات میں اضافہ ہو رہا ہے۔ پوری دنیا کو پاکستان جیسے پہلے ہی معاشی مشکلات…
— Shehbaz Sharif (@CMShehbaz) May 27, 2023
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা