ইমরান খানের গ্রেফতারি অবৈধ, তাৎক্ষণিক মুক্তির নির্দেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২৩, ১৯:২১, আপডেট: ১১ মে ২০২৩, ১৯:৪৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের বিষয়টিকে ‘অবৈধ’ হিসেবে আখ্যা দিয়ে তাকে তাৎক্ষণিক মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়াল এ রায় দেন।
এর আগে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।
শুনানিকালে প্রধান বিচারপতি আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আদালতের একটি সম্মান আছে।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কোনো জবাবদিহি আদালত থেকে কাউকে গ্রেফতার করা যায় না।
অতীতের একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের পার্কিং থেকে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল এনএবি। আদালত তখন গ্রেফতারের নির্দেশ প্রত্যাহার করেছিলেন।
প্রধান বিচারপতি তখন ইমরানের আইনজীবীর কাছে জানতে চান, কতজন রেঞ্জার্স সদস্য সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করেছে? জবাবে আইনজীবী জানান, পিটিআইপ্রধানকে গ্রেফতার করতে ‘১০০ রেঞ্জার্স সদস্য আদালত প্রাঙ্গণে ঢোকেন’।
আইনজীবী আদালতের কাছে জানতে চান, আদালত প্রাঙ্গণে ৯০ জন একসাথে প্রবেশ করলে আদালতের কি মর্যাদা থাকে? আদালত চত্বর থেকে কিভাবে একজনকে গ্রেফতার করা যায়?
ইমরানের আইনজীবী বলেন, অতীতে আদালতের ভেতরে ভাঙচুরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র : ডন, দ্য নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা