মুসলিম এলাকা এড়িয়ে চলুন, রামনবমীর মিছিল নিয়ে ফের সতর্কতা মমতার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মার্চ ২০২৩, ২০:২২
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছন, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যেন কোনো অশান্তি না হয়। মিছিল নিয়ে মুসলিম এলাকায় গিয়ে গণ্ডগোল বাধানোর চেষ্টা করলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার রামনবমীর দিনে ধরনা মঞ্চ থেকে এই বার্তা দেন তিনি।
তিনি বলেন,‘রামনবমীর মিছিল যারা বের করছেন, আমি তাদের অনুরোধ করতে চাই, দয়া করে মিছিল শান্তিপূর্ণভাবে করুন। রামজান চলছে বলে মুসলিম এলাকাগুলো এড়িয়ে চলুন। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করুন। হিংসা বাধাবার চেষ্টা করবেন না। প্ররোচিত হবেন না।’
তিনি আরো বলেন, ‘কিছু বিজেপি নেতা বলছেন, মিছিলের সময় তারা তলোয়ার-ছুরি নিয়ে হাঁটবে। তাদের আমি মনে করিয়ে দিতে চাই, ফৌজদারি অপরাধ একটা অপরাধ।’
আগের দিন বুধবারও তিনি রামনবমী প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের উদ্দেশে নাম না করে বলেন, ‘একজন নেতা আছেন যার বক্তব্য টিভিতে রেকর্ড রয়েছে।’
তিনি বলেছেন, ‘হাতের কাছে যা অস্ত্র পাব, তা নিয়ে বের হব। বলে রাখছি, যেকোনো অস্ত্র নিয়ে বের হও, কিন্তু গোলমাল পাকালে পুলিশ ব্যবস্থা নেবে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা