২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিদেশী হুমকির সেই চিঠি প্রধান বিচারপতিকে পাঠালেন ইমরান

- ছবি - সংগৃহীত

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ‘বিদেশী হুমকি ও ষড়যন্ত্র বিষয়ক সেই চিঠি’টি প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়ালকে পাঠিয়েছেন। তিনি দাবি করেছেন, একটি বিদেশী রাষ্ট্র দূতাবাসের মাধ্যমে এ হুমকিমূলক চিঠিটি তাকে পাঠিয়েছিল।

এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

তবে কয়েকটি সূত্র জানায়, প্রধান বিচারপতি সম্ভবত চিঠিটি নাও পড়তে পারেন।

এদিকে জানা যাচ্ছে, একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী ইমরান খান যদি জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে উতরে যান, তাহলে এর মারাত্মক প্রভাব পড়তে পারে।

পরে অবশ্য পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিল জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। এবং এ ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল।

এর আগে জানানো হয়েছিল, কূটনৈতিক এ বিষয়টি ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় আসে।

এতে বলা হয়েছে যে, এই ধরনের কূটনৈতিক চিঠি যিনি পাঠাবেন এবং যিনি গ্রহণ করবেন (প্রধানমন্ত্রী), দু’জনের কেউই তা অন্য কারো কাছে প্রকাশ করতে পারবেন না।


আরো সংবাদ



premium cement
রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম ‘ট্রাম্পের সাথে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’ তাজিকিস্তানকে হারাল বাংলাদেশ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়া প্রয়োজন’ আমতলীতে কুকুরের কামড়ে ২৭ জন হাসপাতালে গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না : প্রেস সচিব আরো ৯ দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন জামায়াত দেশের মানুষের জন্য কাজ করতে চায় : সেলিম উদ্দিন

সকল