২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বায়তুল মুকাদ্দাসে পতাকা মিছিলের ইহুদিদের পরিকল্পনার পরিণতির বিষয়ে হামাসের হুঁশিয়ারি

ইয়াহিয়া সিনওয়ার - ছবি : পার্স টুডে

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা অঞ্চলের প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, মসজিদুল আকসায় আবারো হামলা হলে প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবে বড় ধরণের আঘাত হানবে।

ফিলিস্তিনের সাফা বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি আজ রোববার এ কথা বলেন।

বায়তুল মুকাদ্দাস শহরে উগ্র ইহুদিরা পতাকা মিছিল বের করার যে উসকানিমূলক ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিরা যদি মসজিদুল আকসায় আবার হামলা চালায় তাহলে আমরাও আগের অবস্থানে ফিরে যাব। এ ক্ষেত্রে কোনো ধরণের সন্দেহের অবকাশ নেই।

ইসরাইলের উগ্র সংগঠনগুলো বায়তুল মুকাদ্দাসে সব ইহুদিদেরকে আগামী বৃহস্পতিবার পতাকা মিছিলে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে। এটাকে মারাত্মক উসকানিমূলক পদক্ষেপ হিসেবে গণ্য করছে ফিলিস্তিনিরা।

ইসরাইলের পত্রিকা ইয়াদিউত অহারোনোত লিখেছে, এই মিছিলের অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এই মিছিলটি বায়তুল মুকাদ্দাসের তিনটি এলাকা অতিক্রম করবে। এরপর তারা মসজিদুল আকসা প্রাঙ্গণ ও প্রবেশদ্বার পর্যন্ত যাবে।

হামাসের মুখপাত্র মুহাম্মাদ হামুদাও মসজিদুল আকসাকে অবমাননার পরিণতির বিষয়ে আবারো সতর্ক করে দিয়েছেন।
সূত্র : পার্স টুডে


আরো সংবাদ



premium cement