মধ্যপ্রদেশে আবারো বর্বর নির্যাতনের শিকার নারী
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫২
স্বামীর সাথে বিচ্ছেদের পর অন্য আরেক পুরুষের সাথে প্রেম! এমন ‘গর্হিত অপরাধের’ শাস্তি হিসেবে শ্বশুরবাড়ির একজনকে কাঁধে চাপিয়ে তিন কিলোমিটার হাঁটতে বাধ্য করা হলো ওই নারীকে। সোশ্যাল মিডিয়ায় এ কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হয়েছে। সেই সাথে ঘটনার নিন্দা জানাচ্ছে নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে কাঁধে চড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন ওই নির্যাতিতা। তার পিছন পিছন হাঁটছেন বেশ কয়েকজন যুবক। যাদের হাতে লাঠি, ব্যাট রয়েছে। তারা ওই নারীকে নিয়ে ঠাট্টা-তামাশা করছেন। বাইক নিয়েও কয়েকজন ওই নারীকে অনুসরণ করছেন।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায়।
সূত্রের খবর, মধ্যপ্রদেশের গুনা জেলার সাগাই এবং বাঁশখেদি গ্রামের মধ্যবর্তী কোনো এলাকায় ঘটেছে এই ঘটনা। সংশ্লিষ্ট ঘটনায় পুলিশও মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ, স্বামীর সম্মতি নিয়েই বিচ্ছেদ হয়েছে তাদের। এরপরই তিনি অন্য এক ব্যক্তির সাথে সম্পর্কে ছিলেন। কিন্তু গত সপ্তাহে হঠাৎই তার সাবেক স্বামীর পরিবারের লোকজন বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। এবং প্রকাশ্যে এভাবে হেনস্তা করে।
এর আগেও মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলাতে এক নারীকে দেখা গিয়েছিল স্বামীকে কাঁধে নিয়ে এভাবে ঘুরতে। ওই অবস্থাতেই লাঠি দিয়ে গ্রামবাসীরা মারছিলেন তাকে। নেটদুনিয়ায় এহেন একের পর এক ভিডিও ভাইরাল হয়ে সমালোচনা হওয়ার পরও মানসিকতার কোনোরকম পরিবর্তন হয়নি।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন :
A married tribal woman in Guna was beaten up, shamed and forced to carry her relatives on her shoulders as punishment @ndtv @ndtvindia @NCWIndia @sharmarekha @ChouhanShivraj @drnarottammisra @OfficeOfKNath @manishndtv @GargiRawat @vinodkapri @rohini_sgh pic.twitter.com/H8ZJL8m86g
— Anurag Dwary (@Anurag_Dwary) February 15, 2021
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস