১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দাড়ি কেটে চাকরি ফিরে পাচ্ছেন ইউপির পুলিশকর্মী ইন্তেসার আলি

দাড়ি কেটে চাকরি ফিরে পাচ্ছেন ইউপির পুলিশকর্মী ইন্তেসার আলি - ছবি : সংগৃহীত

দাড়ি না কাটার জেরে সাসপেন্ড করা হয়েছিল। কোনো আবেদন করেও লাভ হয়নি। এর ফলে শেষ পর্যন্ত দাড়িকে জলাঞ্জলি দিয়েই চাকরি ফিরে পেলেন ভারতের উত্তরপ্রদেশের এক সাব ইনস্পেক্টর ইন্তেসার আলি। রোববার এই সংক্রান্ত একটি নোটিশ জারি করে তাকে কাজে পুর্নবহাল করার কথা জানানো হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর পুলিশ ম্যানুয়ালের ড্রেস কোড না মেনে দাড়ি রাখার জন্য বাগপত জেলার রামলালা থানার সাব ইনস্পেক্টর ইন্তেসার আলিকে সাসপেন্ড করা হয়েছিল। পুলিশ সুপার অভিষেক সিং তাকে তিনবার দাড়ি কাটার কথা বললেও গুরুত্ব দেননি ইন্তেসার। এরপরই অনুমতি ছাড়া দাড়ি রাখার জেরে তাকে সাসপেন্ড করা হয়েছিল। বর্তমানে নিজের পুরনো অবস্থান থেকে সরে দাড়ি কাটতে রাজি হওয়ার পরেই তাকে ফের চাকরিতে ফিরিয়ে আনা হচ্ছে।

এপ্রসঙ্গে বাগপত জেলার পুলিশ সুপার অভিষেক সিং বলেন, ‘ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দাড়ি রাখার জন্য বাগপত জেলার এক সাব ইনস্পেক্টর ইন্তেসার আলিকে সাসপেন্ড করা হয়েছিল। আজ তিনি আমার কাছে লিখিত আবেদন করেছেন যে পুলিশ ম্যানুয়াল মেনে তিনি দাড়ি কাটতে রাজি আছেন। তাই সাসপেনশন প্রত্যাহার করে তাকে ফের কাজে যোগ দিতে বলা হয়েছে।’

এখন দাড়ি কাটতে রাজি হলেও সাসপেন্ড হওয়ার পর ওই পুলিশকর্মী ইন্তেসার আলি বলেছিলেন, ‘২০১৯ সালের নভেম্বর মাসে দাড়ি রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু, এখনো তার জবাব পায়নি। গত ২৫ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশে কাজ করছি। কিন্তু, এত দিন পর্যন্ত কেউ আমাকে দাড়ি রাখতে বাধা দেয়নি। কিন্তু, এখনই যত সমস্যা হচ্ছে।’
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ‘শেখ হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার শপথ নিতে হবে’ রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক সিলেটে বিজিবির অভিযানে ৬৪ লাখ টাকার চোরাই মাল জব্দ জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের ফ্যাসিস্ট শক্তির সব ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে : ফখরুদ্দিন মানিক সিলেটে ২ যুবলীগ নেতা গ্রেফতার কাতার সরকার ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না শ্রীলঙ্কার সংসদ নির্বাচন : দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এনপিপির জয় দেশকে পরিবর্তন করতে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন : মুজিবুর রহমান

সকল