সৈকতে ভেসে এলো বিশাল হাঙর
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ আগস্ট ২০২০, ০৯:২২
সাতসকালে সমুদ্র সৈকতে ভেসে এল বিশাল হোয়েল শার্ক। হইচই ভারতের তামিলনাড়ুর বালিনোক্কাম বিচে।
গত চার বছরে মান্নার উপসাগর ও পালক উপসাগরে এই প্রজাতির হাঙরের দেখা মিলেছিল মাত্র ৪টি। ফের দেখা মিলল রোববার রামানাথাপুরমের ওই বিচে। টুইটারে ওই হাঙরের ছবি শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই। তবে হাঙরটি মৃত না জীবিত তা জানা যায়নি।
গত জুন মাসে ১৮ ফুট লম্বা একটি মৃত হোয়েল শার্ক পাওয়া যায় ওই রামানাথপুরম জেলাতেই। ময়না তদন্ত করে ওই হাঙরের দেহ বিচেই কবর দিয়ে দেন বন দফতরের কর্মীরা।
ভারতীয় বন দফতরের এক কর্মর্কতা সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ধরনের হাঙর মান্নার উপসাগর ও পালক উপসাগরে গত ৪ বছরে মাত্র ৪টা দেখা দিয়েছে। এদের শিকার করা আইনত নিষিদ্ধ। শিকার করলে শাস্তি হিসেবে ৩-৭ বছর পর্যন্ত জেল হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা