দিন শেষে সোনিয়াতেই আস্থা রাখল কংগ্রেস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ আগস্ট ২০২০, ২২:৩৯, আপডেট: ২৪ আগস্ট ২০২০, ২২:৪১
কয়েক ঘণ্টার মধ্যেই সংগঠন সংস্কারের সব চেষ্টা ব্যর্থ। টানা সাত ঘণ্টা ধরে ভারতের প্রাচীনতম দল কংগ্রেস এর ওয়ার্কিং কমিটির বৈঠকের পর ঠিক হল আপাতত কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্বে থাকছেন সেনিয়াই।
আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হতেই তুলকালাম শুরু হয় বৈঠকে। কংগ্রেসের ২৩ নেতা চাইছিলেন দলের একজন পূর্ণ সময়ের নেতা ও সাংগঠনিক স্তরে আমূল রদবদল। রাহুল-প্রিয়ঙ্কা-মনমোহন সহ দলের বিরাট অংশের চাপে শেষপর্যন্ত পিছিয়ে আসতে বাধ্য হলেন তারা।
বৈঠকের শুরুতেই এদিন সোনিয়া জানিয়ে দেন, দলের সভাপতির দায়িত্ব তার পক্ষে আর পালন করা সম্ভব নয়। নতুন নেতা খুঁজে নিক দল। তারপরেই ২৩ নেতার সোনিয়াকে লেখা চিঠির প্রসঙ্গ তোলেন।
সূত্রের খবর, রাহুল অভিযোগ করেন যারা সংগঠনের আমূল বদলের কথা বলছেন বা পূর্ণ সময়ের নেতার দাবি করছেন তাদের সঙ্গে বিজেপির যোগ আছে। এনিয়ে শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা।
এতকিছুর পরও সোনিয়া এদিন তার ভাষণে বারবার বলেন, চিঠি যারা লিখেছিলেন তাদের কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমার খারাপ লেগেছে। কিন্তু তারা আমার সহকর্মী। যা হওয়ার হয়ে গিয়েছে। এখন একসঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ্য, দলের সাংগঠনিক সংস্কারের কথা বলে মৌচাকে ঢিল মেরে দিয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। অনেকেই সোনিয়ার দিকে আঙুল তোলার চেষ্টাকে বদরাস্ত করতে পারেননি। ফলে সেই গান্ধী পরিবারের ওপরেই আস্থা রাখল কংগ্রেস। জিনিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা