ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন, মৃত ৬
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ আগস্ট ২০২০, ১৭:৪৬
ভারতের তেলেঙ্গানার জলবিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। তারপর চার নম্বর ইউনিটে বিস্ফোরণ হয়।
কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন যখন লাগে তখন ভিতরে ১৯ জন ছিলেন। ১০ জন দ্রুত বেরিয়ে আসতে পারেন। আটকে পড়েন নয়জন।
এত বেশি ধোঁয়া ছিল যে, উদ্ধারকারী দল ভিতরে ঢুকতেই পারছিল না। সকালে তারা তিনবার ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। বেলা ১১টা নাগাদ তারা ঢুকতে পারেন। তিনজন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনায়ার সহ ছয়জনের লাশ উদ্ধার করতে পেরেছেন তারা। তিনজনের খোঁজ চলছে।
মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, যারা কন্ট্রোল রুমে ছিলেন, তারা বেরিয়ে আসতে পেরেছেন। যারা নীচে কাজ করছিলেন, তারা আর বেরতে পারেননি। মন্ত্রী জনার্দন রেড্ডি রাতেই ঘটনাস্থলে চলে গেছেন।
তিনি জানিয়েছেন, ''কেন দুর্ঘটনা হলো তা তদন্তের রিপোর্ট এলে জানা যাবে। ধোঁয়া বন্ধ হলে তারপর বোঝা যাবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। তবে এখন প্রথম কাজ হলো বাকিদের খোঁজ করা।'' ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা