‘পাবজি’ও নিষিদ্ধ করবে ভারত!
- ২৮ জুলাই ২০২০, ০৬:৩৩
ফের চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক চালাল ভারত। নিষিদ্ধ করা হলো আরো ৪৭টি চীনা অ্যাপ। গত মাসে জাতীয় স্বার্থ ও তথ্য সুরক্ষিত রাখার কথা বলে ৫৯টি চীনা অ্যাপ ব্যান করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। এবার সেই তালিকায় যুক্ত হলো আরো ৪৭টি।
ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে খবর, ওই নিষিদ্ধ অ্যাপগুলোর একাধিক ক্লোন ভার্সান বাজারে চলছে। তাতে রাশ টানতেই ৪৭টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে টিকটক লাইট, হেলো লাইট, শেয়ারইট লাইট, বিগো লাইভ লাইট-এর মতো একাধিক অ্যাপ রয়েছে। এদিন নিষিদ্ধ অ্যাপের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেনি মন্ত্রক। তবে তা খুব শিগগির প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
একইসঙ্গে, আলিবাবাসহ আরো ২৫০টি চীনা অ্যাপের তালিকা তৈরি করা হয়েছে। সেগুলোও পরীক্ষা করে দেখবে ভারত সরকার। সূত্রের খবর, ওই অ্যাপগুলো ব্যবহারকারীদের তথ্য ও জাতীয় সুরক্ষা সংক্রান্ত কোনো বিধি লঙ্ঘন করছে কি না, তা খতিয়ে দেখা হবে। কেন্দ্রের নজরে রয়েছে টেনসেন্টের জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি’ও।
জানা গেছে, নিষিদ্ধ অ্যাপের নতুন যে তালিকা প্রকাশ হতে চলেছে, তাতে একাধিক চীনা গেমিং অ্যাপ থাকবে।
সূত্র : বর্তমান
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা