দিল্লিতে তিন টেস্টে একজন করোনা পজেটিভ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জুন ২০২০, ১৪:০০, আপডেট: ১৫ জুন ২০২০, ১৩:৪৫
চলতি সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে কোভিড -১৯ শনাক্তের জন্য যারা নমুনা পরীক্ষা করিয়েছেন, তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের ফলাফল পজেটিভ এসেছে।
হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। সরকারী তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশ হয়েছে।
দিল্লিতে স্বাস্থ্য পরীক্ষার ফল পজেটিভ আসার হার ৩০.৫%। পুরো ভারতে এই হার ৭%।
গত কয়েক সপ্তাহে দিল্লিতে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত ৪০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রকৃত সংখ্যা এর চেয়েও কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতে এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস পজেটিভ হওয়ায়, শনাক্তের হিসেবে দেশটি বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা