০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

পোষা কুকুরকে বাড়ি ফেরাতে মুম্বই থেকে বেঙ্গালুরু গেল চার্টার্ড বিমান

পোষা কুকুরকে বাড়ি ফেরাতে মুম্বই থেকে বেঙ্গালুরু গেল চার্টার্ড বিমান - সংগৃহীত

ভারতে বাড়ি ফিরতে রীতিমতো কালঘাম ছুটছে পরিযায়ী শ্রমিকদের৷ ট্রেনে জায়গা না হলে বাস, ট্রাক, সাইকেল- যে যেভাবে পারছেন নিজেদের মতো করেই বাড়ি ফেরার বন্দোবস্ত করছেন৷ গত কয়েক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গোটা লকডাউন পর্বে এই ছবিটাই দেখেছে ভারত৷

এই যখন পরিস্থিতি তখন সম্পূর্ণ উল্টা ছবিও সামনে এলো৷ অর্থের জোর থাকলে যে পোষ্য সারমেয়র জন্যও চার্টার্ড বিমানের ব্যবস্থা করা যায়, তা প্রমাণিত হয়ে গেল৷ সূত্রের খবর, এক শিল্পপতি তার পোষা কুকুরকে বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে ফেরাতে একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করেন৷ গত ৪ জুন মুম্বই থেকে বেঙ্গালুরু গিয়ে পোষ্য সারমেয়টিকে নিয়ে ফের মুম্বইতে ফিরে আসে ওই বিমান!

সূত্রের খবর অনুযায়ী, পোষ্য কুকুরটিকে বেঙ্গালুরু থেকে ফেরাতে ওই শিল্পপতির পরিবারের তিনজন চার্টার্ড বিমানে বেঙ্গালুরু যান৷ বেলা দেড়টা নাগাদ সেখানে পৌঁছে দু' ঘণ্টা মতো বেঙ্গালুরুতে ছিলেন তারা৷ এর পর সারমেয়টিকে নিয়ে ওই চার্টার্ড বিমানেই তারা মুম্বই ফেরেন৷ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এমনই খবর৷ তবে কর্ণাটক সরকারের নিয়ম মেনে চার্টার্ড বিমানের আরোহীরা কোভিড ১৯ নেগেটিভ টেস্ট রিপোর্ট সঙ্গে নিয়ে গিয়েছিলেন৷ তবে যে ল্যাব থেকে ওই কোভিড টেস্ট করা হয়েছিল, সেটির নাম আইসিএমআর-এর অনুমোদিত ল্যাবগুলোর তালিকায় ছিল না৷ ফলে প্রাথমিকভাবে কিছুক্ষণ বিমানের আরোহীদের শহরে ঢুকতে দেয়া নিয়ে কিছু জটিলতা তৈরি হয়৷ পরে অবশ্য সেই অনুমতি দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ৷ এর পর শহরের একটি কেনেল থেকে কুকুরটিকে নিয়ে ফের বিমানবন্দরে আসেন শিল্পপতির পরিবারের সদস্যরা৷

তবে সরকারের অন্য একটি সূত্রের দাবি, সমস্ত নিয়ম মেনেই এগিয়েছেন ওই চার্টার্ড বিমানের আরোহীরা৷ সূত্রটির দাবি, 'আমরা সমস্ত রকম জরুরি পরীক্ষা করেছি এবং আর পাঁচজন যাত্রীর মতোই ওই চার্টার্ড বিমানের আরোহীদের সবকিছু খতিয়ে দেখা হয়েছে৷ তাদের কোনো ভিআইপি সুবিধা দেয়া হয়নি৷ তারা কী উদ্দেশ্যে এখানে এসেছিলেন, তা নিয়ে আমরা ভাবিত নই৷'

সূত্র : নিউজ১৮


আরো সংবাদ



premium cement
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে যোগ দিলেন অনুপ কুমার চাকমা ফুলবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩ আ.লীগ পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে মিডিয়া ও আমলারা : হাসনাত আব্দুল্লাহ স্ত্রী সন্তানসহ শাহজাহান খানের বিরূদ্ধে দুদকের ৩ মামলা সাবেক মন্ত্রী মোজাম্মেল হকসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা রায়গঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত লেবুর লাশ উত্তোলন স্বর্ণের ভরি কি ২ লাখ টাকা ছাড়িয়ে যাবে দুইজনের যাবজ্জীবন, সাবেক এমপিসহ ১০ জন খালাস বরেণ্য শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী উত্থান দিয়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবিতে আমৃত্যু গণঅনশন

সকল