২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পোষা কুকুরকে বাড়ি ফেরাতে মুম্বই থেকে বেঙ্গালুরু গেল চার্টার্ড বিমান

পোষা কুকুরকে বাড়ি ফেরাতে মুম্বই থেকে বেঙ্গালুরু গেল চার্টার্ড বিমান - সংগৃহীত

ভারতে বাড়ি ফিরতে রীতিমতো কালঘাম ছুটছে পরিযায়ী শ্রমিকদের৷ ট্রেনে জায়গা না হলে বাস, ট্রাক, সাইকেল- যে যেভাবে পারছেন নিজেদের মতো করেই বাড়ি ফেরার বন্দোবস্ত করছেন৷ গত কয়েক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গোটা লকডাউন পর্বে এই ছবিটাই দেখেছে ভারত৷

এই যখন পরিস্থিতি তখন সম্পূর্ণ উল্টা ছবিও সামনে এলো৷ অর্থের জোর থাকলে যে পোষ্য সারমেয়র জন্যও চার্টার্ড বিমানের ব্যবস্থা করা যায়, তা প্রমাণিত হয়ে গেল৷ সূত্রের খবর, এক শিল্পপতি তার পোষা কুকুরকে বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে ফেরাতে একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করেন৷ গত ৪ জুন মুম্বই থেকে বেঙ্গালুরু গিয়ে পোষ্য সারমেয়টিকে নিয়ে ফের মুম্বইতে ফিরে আসে ওই বিমান!

সূত্রের খবর অনুযায়ী, পোষ্য কুকুরটিকে বেঙ্গালুরু থেকে ফেরাতে ওই শিল্পপতির পরিবারের তিনজন চার্টার্ড বিমানে বেঙ্গালুরু যান৷ বেলা দেড়টা নাগাদ সেখানে পৌঁছে দু' ঘণ্টা মতো বেঙ্গালুরুতে ছিলেন তারা৷ এর পর সারমেয়টিকে নিয়ে ওই চার্টার্ড বিমানেই তারা মুম্বই ফেরেন৷ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এমনই খবর৷ তবে কর্ণাটক সরকারের নিয়ম মেনে চার্টার্ড বিমানের আরোহীরা কোভিড ১৯ নেগেটিভ টেস্ট রিপোর্ট সঙ্গে নিয়ে গিয়েছিলেন৷ তবে যে ল্যাব থেকে ওই কোভিড টেস্ট করা হয়েছিল, সেটির নাম আইসিএমআর-এর অনুমোদিত ল্যাবগুলোর তালিকায় ছিল না৷ ফলে প্রাথমিকভাবে কিছুক্ষণ বিমানের আরোহীদের শহরে ঢুকতে দেয়া নিয়ে কিছু জটিলতা তৈরি হয়৷ পরে অবশ্য সেই অনুমতি দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ৷ এর পর শহরের একটি কেনেল থেকে কুকুরটিকে নিয়ে ফের বিমানবন্দরে আসেন শিল্পপতির পরিবারের সদস্যরা৷

তবে সরকারের অন্য একটি সূত্রের দাবি, সমস্ত নিয়ম মেনেই এগিয়েছেন ওই চার্টার্ড বিমানের আরোহীরা৷ সূত্রটির দাবি, 'আমরা সমস্ত রকম জরুরি পরীক্ষা করেছি এবং আর পাঁচজন যাত্রীর মতোই ওই চার্টার্ড বিমানের আরোহীদের সবকিছু খতিয়ে দেখা হয়েছে৷ তাদের কোনো ভিআইপি সুবিধা দেয়া হয়নি৷ তারা কী উদ্দেশ্যে এখানে এসেছিলেন, তা নিয়ে আমরা ভাবিত নই৷'

সূত্র : নিউজ১৮


আরো সংবাদ



premium cement
বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য : মির্জা ফখরুল জাতীয় ঐক্যের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু রোববার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

সকল