০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

হাতির পর কেরালায় এবার নৃশংসতার শিকার কুকুর

নৃশংসতার শিকার এবার কুকুর - ছবি : সংগৃহীত

গর্ভবতী হাতিকে বিস্ফোরক মেশানো আনারস খাইয়ে হত্যার ঘটনার জের শেষ হতে না হতেই ভারতের কেরালা রাজ্যের বাসিন্দারা আরো একটি নৃশংস ঘটনার জন্ম দিলো। দুই সপ্তাহ ধরে একটি কুকুরের মুখ আইসোলেশন টেপ দিয়ে বেঁধে রাখলো। চলতি সপ্তাহের শুরুতে একটি পশুপ্রেমী সংস্থা তাকে উদ্ধার করে। পশুর প্রতি একের পর এক নৃশংস ঘটনার পর কেরালা সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।

ঘটনাটি রাজ্যের থ্রিসুর জেলার। সেখানকার একটি পশুপ্রেমী সংগঠন ‘পাওয়াস’ দুই সপ্তাহ আগে একটি ফোন কল পায়। তাদের জানানো হয়, জেলার ওলুর এলাকায় একটি কুকুরের মুখে টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছে। কুকুরটিকে উদ্ধার করার অনুরোধ করা হয়।

সংগঠনটি দ্রুত কুকুরটি খোঁজার কাজ শুরু করে। বেশ কয়েকদিন চেষ্টার পর কুকুরটির হদিস পায় স্বেচ্ছাসেবকরা।

সংগঠনটির সেক্রেটারি রামাচন্দ্র বলেন, আমরা ভেবেছিলাম, কুকুরটির মুখ হয়ত একটুখানি টেপ দিয়ে বাঁধা। কিন্তু যখন আমরা ওকে পেলাম। অবস্থা খুব খারাপ ছিল। মুখের মাংস ছিড়ে ভেতরে ঢুকে গিয়েছিল টেপ। তার মুখে কয়েকবার প্যাঁচানো হয়েছিল টেপ দিয়ে। যার কারণে মাংস ভেদ করে হাড় পর্যন্ত বিঁধে গেছে। কতটা শক্ত করে বাঁধলে এমন অবস্থা হতে পারে, ভাবুন। আমরা যখন ওর মুখ থেকে টেপটা কেটে ফেলে দিয়েছি। ও দুই লিটার পানি খেয়েছে!

তিনি বলেন, এর পর আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ওর চিকিৎসা করা হচ্ছে। অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছে। অবস্থা এখন ভালোর দিকে।

তিনি জানান, কুকুর কয়েক সপ্তাহ না খেয়েও বেঁচে থাকতে পারে।

তবে কুকুরের সাথে এমন নৃশংস আচরণের কী মানে হতে পারে? কারণ হিসেবে তিনি অনুমাণ করেন, কুকুরটি যাতে বার বার ডাকতে না পারে, তাই হয়ত মুখে টেপ লাগিয়ে দেয়া হয়েছিল। যা খুবই অমানবিক কাজ।

সূত্র : দ্য উইক


আরো সংবাদ



premium cement
যে কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : মুজিবুর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বন্ধে চান্দিনায় চালকদের মানববন্ধন গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে একমত ট্রাম্প ও সিসি বান্দরবানে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ১৯ টাকা ভারত কেন পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারে উঠেপড়ে লেগেছে, প্রশ্ন ড. মাসুদের প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেটও আছে : সারজিস ত্যাগীদের নিয়ে গণমানুষের সংগঠন গড়ে তোলা হবে : আফরোজা খান রিতা

সকল