২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
ভারতে বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত - ছবি : সংগৃহীত

ভারতের উড়িষ্যা রাজ্যের বিরাসলা এয়ারস্ট্রিপে আজ সোমবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। এদের একজন প্রশিক্ষক পাইলট এবং অন্যজন ট্রেনি পাইলট।

স্থানীয় সময় সকাল সাড়ে ছ'টা নাগাদ গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটের এফএ-১৫২ ভিটি-ইএনফ বিমানটি উড্ডয়ন শুরু করে। কিন্তু আকাশে ডানা মেলার অল্প পরেই এটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।

তবে পুলিশ সুপার অনুপমা জেমস বলেছেন, "মনে হচ্ছে ওড়ার কিছুক্ষণ পর এতে কোনো ত্রুটি দেখা দেয়, যে কারণে এটি বিধ্বস্ত হয়।"

নিহত প্রশিক্ষক সঞ্জয় কুমার ঝা বিহারের বাসিন্দা এবং প্রশিক্ষণ গ্রহণকারী আনিস ফতিমা তামিনলাড়ুর বাসিন্দা। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে উড়িষ্যার কামাখ্যানগরে সাব-ডিভিশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

উড়িষ্যার ১৯টি এয়ারস্ট্রিপের মধ্যে অন্যতম হল বিরাসলা। সেখানে বাণিজ্যিক বিমানের পাইলটরা নিয়মিত প্রশিক্ষণ নিয়ে থাকেন। ভারতে লকডাউনের কারণে এই এয়ারস্ট্রিপটি বন্ধ ছিল। গত পহেলা জুন সেটি আবার চালু করার আটদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটলো।

এয়ারস্ট্রিপে সাধারণত এয়ারপোর্টের মতো বিশাল আয়োজন থাকে না, সেখানে বিমান ওঠানামার জন্য কেবল একটি রানওয়ে থাকে। পার্সটুডে


আরো সংবাদ



premium cement