২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

সার্ক দেশগুলোতে করোনা : কোন দেশের অবস্থা কেমন

- সংগৃহীত

সার্কভুক্ত আটটি দেশের সবগুলোতেই করোনা হানা দিয়েছে। সোমবার পর্যন্ত এই আটটি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ ৫৮ হাজার ৪২৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ভারতে। সারাবিশ্বে আক্রান্তের তালিকায় ভারত ষষ্ঠ অবস্থানে রয়েছে।

তবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি বাংলাদেশে। বাংলাদেশে প্রতি ১০ লাখে আক্রান্তের সংখ্যা ৪১৬ জন। বাংলাদেশে মোট করোনা রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন, এর মধ্যে মারা গেছেন ৯৩০ জন।

এদিকে এশিয়া ও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আক্রান্তের তালিকায় শীর্ষ অবস্থানে আছে ভারত। ভারতে এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ২০৭ জন। দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৫৮ হাজার ৯০ জন। আক্রান্ত বেড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা এখন এক লাখ তিন হাজার ৬৭১ জন ও মৃত্যু হয়েছে দুই হাজার ৬৭ জনের। তবে মৃত্যুর হারে এগিয়ে আছে পাকিস্তান।

এদিকে আফগানিস্তানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ২০ হাজার ৯১৭ ও মৃত্যু হয়েছে ৩৬৯ জনের, শ্রীলঙ্কায় আক্রান্ত এক হাজার ৮৩৫ ও মৃত্যু ১১, মালদ্বীপে আক্রান্ত এক হাজার ৯০৩ ও মৃত্যু মাত্র আটজনের। গত দুই মাসে নেপালে করোনা আক্রান্তের সংখ্যা স্থির থাকলেও হঠাৎ করে ৫৯ থেকে আক্রান্ত সংখ্যা বেড়ে দাড়িয়েছে তিন হাজার ৪৪৮ ও মৃত্যু হয়েছে ১৩ জনের। ভুটানে আক্রান্ত সব থেকে কম মাত্র ৫৯ জন। একমাত্র ভুটানেই করোনায় এখন পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসঙ্ঘসহ অনেক আন্তর্জাতিক সংস্থার মতানুসারে সার্কভুক্ত দেশগুলোসহ এশিয়ার অনেক দেশেই ব্যাপকহারে কোভিড-১৯ আক্রান্ত বেড়েছে। সূত্র : ওয়ার্ল্ডোমিটারস


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান তদন্তে রাতের ভোটকারীরা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি দাভোসে বিশ্ব নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

সকল