২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাশ্মিরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

- ছবি : সংগৃহীত

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে ফের সেনাবাহিনী ও স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। রোববার সকালের এ সংঘর্ষে হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল। জানা গেছে, উপত্যকার ডোডা এলাকায় হিজবুল মুজাহিদিন সদস্যরা লুকিয়ে রয়েছে বলে শনিবার রাতে গোপন সূত্রে জানতে পারে ভারতীয় সেনাবাহিনী। এরপর রাতেই তল্লাশি অভিযান শুরু করে। রাতভর তল্লাশির পর রোববার সকালে ওই এলাকার একটি বাড়িতে হিজবুল মুজাহিদিন সদস্যদের সন্ধান পাওয়ার দাবি করে সেনারা।

ভারতীয় সেনারা দাবি করে, তারা ওই বাড়ির কাছে পৌঁছতেই লুকিয়ে থাকা বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি শুরু করে। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে এক সেনা প্রাণ হারান। আর হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হন।

এর আগে গত ৭ মে সেনার সঙ্গে গুলিতে মৃত্যু হয় উপত্যকায় হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকুর। তারও আগে গত ১৭ এপ্রিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় হিজবুল মুজাহিদিনের দুই সদস্য। আনন্দবাজার


আরো সংবাদ



premium cement