২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে করোনা মহামারির মাঝে সোয়াইন ফ্লুর হানা

আসামে মারা গেছে ২,৫০০ শূকর
ভারতে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। - ছবি : এনডিটিভি

ভারতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝেই সোয়াইন ফ্লু হানা দিয়েছে। এর প্রকোপে এরই মধ্যে ৩০৬টি গ্রামের ২ হাজার ৫০০টি শূকরের মৃত্যু হয়েছে। রোববার আসাম সরকার রাজ্যে প্রথমবারের মতো এ ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’ ধরা পড়ার কথা জানায়।

এই ভয়ানক ছোঁয়াচে অসুখের প্রকোপ কমাতে এরই মাঝে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের পক্ষ থেকে অগ্রসর হতে বললেও এখনই শূকর হত্যা না করে বিকল্প পদ্ধতিতে এই রোগের ছড়িয়ে পড়া আটকানোর কথা ভাবছে তারা। এক সংবাদ সম্মেলনে আসামের পশুপালন ও পশুমন্ত্রী অতুল বোরা এমনটাই জানিয়েছেন।

তিনি এও জানান, এই অসুখের সাথে কোভিড-১৯-এর কোনো যোগ নেই। তিনি বলেন, ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস'-এর পক্ষ থেকে জানানো হয়েছে এটা ‘আফ্রিকান সোয়াইন ফ্লু'। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে দেশে এই প্রথম এর সংক্রমণ দেখা গেল।

ওই দফতরের ২০১৯-এর গণনা অনুযায়ী শূকরের সংখ্যা ২১ লাখ। কিন্তু এই সময়ের মধ্যে তা বেড়ে গিয়ে ৩০ লাখ ছাড়িয়েছে।

অতুল বোরা বলেন, ‘আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছি, যদি শূকরদের হত্যা না করে অন্য কোনো উপায়ে তাদের বাঁচানো যায়। এই অসুখে শূকরদের মৃত্যুহার প্রায় শতভাগ। তাই আমরা কিছু কৌশল নিয়েছি এই ভাইরাসে সংক্রমিত না হওয়া শূকরদের বাঁচাতে।’

তিনি বলেন, সংক্রমিত এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর কেবল সংক্রমিত শূকরগুলোকেই হত্যা করা হবে। তিনি জানান, তারা এখনই শূকরদের হত্যা করা থেকে বিরত থাকতে চাইছেন। আপাতত পরিস্থিতি খতিয়ে দেখে তবেই এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করা হচ্ছে, যেন শূকরদের অন্য রাজ্যে পাঠানোর ব্যাপারে তারা বিরত থাকে।

অতুল বোরা বলছেন, ‘এই ভাইরাস শূকরের মাংস, লালা, রক্ত ও কোষ থেকে ছড়ায়। তাই জেলা থেকে জেলায় শূকরের সরবরাহ বন্ধ। আমরা এও দেখছি রাজ্য থেকে অন্যত্র যে শূকর পাঠানো হয়েছে, তাদের নিয়ে কী করা যায়।’

এই অসুখ কি শূকর থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে? এর উত্তরে তিনি জানাচ্ছেন, ‘এটা মানুষকে প্রভাবিত করে না। যেখানে সংক্রমণ নেই, সেখানকার শূকরের মাংস খাওয়ায় কোনো সমস্যা নেই। আমরা কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করব। এই উপলক্ষে ১৩টি জেলাকে আমরা বেছে নিয়েছি।’

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement
জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরন করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনের যাত্রা শুরু, প্রথম দিনেই শিডিউল বিপর্যয় সিলেটে ২ দিনে সাড়ে ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ২ শিশুর মৃত্যু বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় পিএসসির ২ কর্মচারী রিমান্ডে

সকল