১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

করোনা রুখতে গোমূত্র পানের হিড়িক, বিক্রি হচ্ছে গোবরও

করোনা রুখতে গোমূত্র পানের হিড়িক, বিক্রি হচ্ছে গোবরও - ছবি : সংগ্রহ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিন্দু মহাসভার গোমূত্র পার্টি ঘিরে শোরগোল পড়ে গেছে ভারতে। হিন্দু মহাসভার দেখানো পথে এবার হাঁটলেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে গোবর ও গোমূত্রের দোকান খুলেছেন ডানকুনির শেখ মাবুদ আলি। করোনা আতঙ্কে মাবুদের দোকানে ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো। মারণ ভাইরাস যাতে শরীরে ছুঁতে না পারে, সেজন্য মাবুদের দোকান থেকে গোমূত্র কিনে তা পান করেছেন অনেকে।

মাবুদের বাড়িতে দুটি গরু রয়েছে। হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন মাবুদ। চলছে গোবর, গোমূত্র বিক্রি। রীতিমতো পেশাদারি ভঙ্গিতে ব্যবসা চালাচ্ছেন মাবুদ। তার দোকানে গাইয়ের মূত্রের দাম ৪০০ রুপি প্রতি লিটার, বকনার মূত্রের দাম ৫০০ রুপি প্রতি লিটার। গোবর ৫০০ রুপি কেজি। জার্সি গরুর মূত্রের দাম লিটার প্রতি ৩০০ রুপি। জার্সি গরুর গোবরের দাম কেজি প্রতি ৩০০ রুপি। তবে দাম নিয়ে চাপাচাপি নেই, কারো কেনার আগ্রহ দেখালে ৩০০ রুপির গোমূত্র ২০০ রুপিতেও মিলছে।

মাবুদের দুধের ব্যবসা। এ প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু মহাসভার গোমূত্র পার্টি তাকে ব্যবসা বাড়ানোর বুদ্ধি দিয়েছে। গরু দুটির কিছুই আর ফেলা যাচ্ছে না, দুধ, গোবর, গোমূত্র সব বেচে দিচ্ছেন।

উল্লেথ্য, ক’দিন আগেই করোনা ভাইরাস ঠেকাতে রাজধানীতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা। যা ঘিরে শোরগোল পড়ে গেছে ভারতে। আদৌ করোনা মোকাবিলায় গোমূত্র মহৌষধ কিনা তা প্রশ্নের মুখে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 


আরো সংবাদ



premium cement