১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনা রুখতে গোমূত্র পানের হিড়িক, বিক্রি হচ্ছে গোবরও

করোনা রুখতে গোমূত্র পানের হিড়িক, বিক্রি হচ্ছে গোবরও - ছবি : সংগ্রহ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিন্দু মহাসভার গোমূত্র পার্টি ঘিরে শোরগোল পড়ে গেছে ভারতে। হিন্দু মহাসভার দেখানো পথে এবার হাঁটলেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে গোবর ও গোমূত্রের দোকান খুলেছেন ডানকুনির শেখ মাবুদ আলি। করোনা আতঙ্কে মাবুদের দোকানে ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো। মারণ ভাইরাস যাতে শরীরে ছুঁতে না পারে, সেজন্য মাবুদের দোকান থেকে গোমূত্র কিনে তা পান করেছেন অনেকে।

মাবুদের বাড়িতে দুটি গরু রয়েছে। হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন মাবুদ। চলছে গোবর, গোমূত্র বিক্রি। রীতিমতো পেশাদারি ভঙ্গিতে ব্যবসা চালাচ্ছেন মাবুদ। তার দোকানে গাইয়ের মূত্রের দাম ৪০০ রুপি প্রতি লিটার, বকনার মূত্রের দাম ৫০০ রুপি প্রতি লিটার। গোবর ৫০০ রুপি কেজি। জার্সি গরুর মূত্রের দাম লিটার প্রতি ৩০০ রুপি। জার্সি গরুর গোবরের দাম কেজি প্রতি ৩০০ রুপি। তবে দাম নিয়ে চাপাচাপি নেই, কারো কেনার আগ্রহ দেখালে ৩০০ রুপির গোমূত্র ২০০ রুপিতেও মিলছে।

মাবুদের দুধের ব্যবসা। এ প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু মহাসভার গোমূত্র পার্টি তাকে ব্যবসা বাড়ানোর বুদ্ধি দিয়েছে। গরু দুটির কিছুই আর ফেলা যাচ্ছে না, দুধ, গোবর, গোমূত্র সব বেচে দিচ্ছেন।

উল্লেথ্য, ক’দিন আগেই করোনা ভাইরাস ঠেকাতে রাজধানীতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা। যা ঘিরে শোরগোল পড়ে গেছে ভারতে। আদৌ করোনা মোকাবিলায় গোমূত্র মহৌষধ কিনা তা প্রশ্নের মুখে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 


আরো সংবাদ



premium cement
ম্যাচ সেরা হয়েও দলে নেই এজাজ, সিরিজ সেরা হয়েও একাদশ অনিশ্চিত ইয়ংয়ের ক্ষমতা গ্রহণের পর শুরুতেই যেসব কাজ করবেন ট্রাম্প আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম দুই ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় সরকার ব্যাংকিং খাতের সংস্কারে অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম ‘শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম’ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে : রিজওয়ানা হাসান ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’ দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ৩ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

সকল