১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনা রুখতে গোমূত্র পানের হিড়িক, বিক্রি হচ্ছে গোবরও

করোনা রুখতে গোমূত্র পানের হিড়িক, বিক্রি হচ্ছে গোবরও - ছবি : সংগ্রহ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিন্দু মহাসভার গোমূত্র পার্টি ঘিরে শোরগোল পড়ে গেছে ভারতে। হিন্দু মহাসভার দেখানো পথে এবার হাঁটলেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে গোবর ও গোমূত্রের দোকান খুলেছেন ডানকুনির শেখ মাবুদ আলি। করোনা আতঙ্কে মাবুদের দোকানে ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো। মারণ ভাইরাস যাতে শরীরে ছুঁতে না পারে, সেজন্য মাবুদের দোকান থেকে গোমূত্র কিনে তা পান করেছেন অনেকে।

মাবুদের বাড়িতে দুটি গরু রয়েছে। হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন মাবুদ। চলছে গোবর, গোমূত্র বিক্রি। রীতিমতো পেশাদারি ভঙ্গিতে ব্যবসা চালাচ্ছেন মাবুদ। তার দোকানে গাইয়ের মূত্রের দাম ৪০০ রুপি প্রতি লিটার, বকনার মূত্রের দাম ৫০০ রুপি প্রতি লিটার। গোবর ৫০০ রুপি কেজি। জার্সি গরুর মূত্রের দাম লিটার প্রতি ৩০০ রুপি। জার্সি গরুর গোবরের দাম কেজি প্রতি ৩০০ রুপি। তবে দাম নিয়ে চাপাচাপি নেই, কারো কেনার আগ্রহ দেখালে ৩০০ রুপির গোমূত্র ২০০ রুপিতেও মিলছে।

মাবুদের দুধের ব্যবসা। এ প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু মহাসভার গোমূত্র পার্টি তাকে ব্যবসা বাড়ানোর বুদ্ধি দিয়েছে। গরু দুটির কিছুই আর ফেলা যাচ্ছে না, দুধ, গোবর, গোমূত্র সব বেচে দিচ্ছেন।

উল্লেথ্য, ক’দিন আগেই করোনা ভাইরাস ঠেকাতে রাজধানীতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা। যা ঘিরে শোরগোল পড়ে গেছে ভারতে। আদৌ করোনা মোকাবিলায় গোমূত্র মহৌষধ কিনা তা প্রশ্নের মুখে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 


আরো সংবাদ



premium cement
জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ও সাংবাদিকতার বিকাশে তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই : জামায়াত সেক্রেটারি ‘ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা‘ ৬১ উপজেলার মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করার পরিকল্পনা সরকারের কাকরাইল মসজিদে বড় জমায়েত নিয়ে সাদপন্থীদের জুমার নামাজ আদায় শিল্পাঞ্চলে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা দিন-রাতের তাপমাত্রা কমতে পারে ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হলেন কেনেডি জুনিয়র খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক এমপি টিপু আটক জনগণের সমর্থন ধরে রাখতে প্রয়োজন ‘দ্রুত সাফল্য’

সকল