২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উগ্রবাদীদের আশ্রয় দেয়ায় কাশ্মিরের পুলিশ কর্মকর্তা আটক

- ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরে উগ্রবাদ দমন শাখার নাম করা পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি। পদমর্যাদায় ডেপুটি পুলিশ সুপার। সেই দাবিন্দর সিং হাতে নাতে ধরা পড়লেন কাশ্মীরে। গাড়িতে তিন উগ্রবাদীকে নিয়ে তিনি যাচ্ছিলেন জম্মুতে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, কাশ্মীর থেকে ৩ জন উগ্রবাদী জম্মু যাচ্ছে, এই খবর তাদের ছিল। কিন্তু সেখানে যে একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারও আছেন, তা দেখে বিস্মিত পুরো পুলিশ মহল।

প্রেসিডেন্ট মেডেল প্রাপ্ত এই পুলিশ কর্মকর্তার বাড়িতেই ছিল উগ্রবাদীরা। উগ্রবাদীদের সঙ্গে আটক ডেপুটি সুপারিটেন্ড সম্পর্কে এমনই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

তদন্তে জানা গেছে, শ্রীনগরের বাদামিবাগ ক্যান্টনমেন্টে কড়া নিরাপত্তায় মোড়া ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে ছিল আটককৃত উগ্রবাদীরা।

সূত্রের খবর, শুক্রবার উগ্রবাদীদের দক্ষিণ কাশ্মীরের সোফিয়ান থেকে নিজের বাড়িতে নিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা, এবং সেখানে রাতে থাকে উগ্রবাদীরা। সেনাবাহিনীর ১৫ নম্বর হেডকোর্য়াটারের ঠিক পাশেই ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে রাত্রিবাস করে হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ নেতা নভেদ বাবু ও তার দুই সঙ্গী ইরফান এবং রফি।

সূত্রের খবর, শনিবার সকালে তারা জম্মু রওনা হয়, সেখান থেকে তারা দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিল।

এনডিটিভি একটি সূত্রের বরাতে জানিয়েছে, একাধিকবার নভেদ বাবুকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন পুলিশ পদক পাওয়া পুলিশ কর্মকর্তা দাবিন্দর সিং। গত বছরে তাকে জম্মু নিয়ে গিয়েছিলেন তিনি।

পুলিশ সূত্র জানিয়েছে, দাবিন্দর সিং এর চলাফেরার ওপর নজর রাখছিল তারা। আর শুক্রবার সকাল থেকে নভেদ বাবুর ওপর।

অভিযোগ রয়েছে, শুক্রবার সন্ধ্যায় যখন তিনি উগ্রবাদীদের নিজের বাড়িতে নিয়ে যান, সেই সময় গোপনে তার ওপর নজর রাখছিল সাধারণ পোশাকের পুলিশ।

একদিন আগে, ১৫ জন বিদেশি প্রতিনিধি দলকে রিসিভ করতে তাকে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। দু’দিনের সফরে জম্মু ও কাশ্মির এসেছিলেন তারা। কেউই ভাবতেই পারেনি, উগ্রবাদীদের সঙ্গে তাকে গ্রেফতার করা হবে।

জানা গেছে, গত শনিবার সকাল ১০টা নাগাদ তিন উগ্রবাদীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন দাবিন্দর সিং। শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে, গাড়িটি আটকায় পুলিশ। এনডিটিভি।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল