২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের পরবর্তী সেনাপ্রধান লে. জেনারেল মনোজ মুকুন্দ নারবানে

লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারবানে - ছবি : সংগৃহীত

ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হচ্ছেন সেনাবাহিনীর বর্তমান উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারবানে। ভারতের ১৩ লাখ শক্তিশালী সেনাসদস্যকে নেতৃত্ব দেবেন তিনি। তিন বছর সেনাপ্রধান পদের দায়িত্ব সামলানোর পর ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন বর্তমান সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনিই দেশের প্রথম প্রতিরক্ষাবাহিনীর প্রথম প্রধান হবে বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বরে সেনাবাহিনীর উপপ্রধান হওয়ার আগে, সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডারের প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারবানে, ইস্টার্ন কম্যান্ডে রয়েছে ৪,০০০ কিলোমিটার চীন সীমান্ত।

৩৭ বছরের চাকরি জীবনে, সেনাবাহিনীর একাধিক পদের দায়িত্ব সামলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারবানে, এবং জম্মু ও কাশ্মির এবং উত্তর-পূর্বের পরিস্থিতিও সামাল দিয়েছেন তিনি।

জম্মু ও কাশ্মিরে রাষ্ট্রীয় রাইফেলসেরও নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারবানে, এবং ইস্টার্ন ফ্রন্টের পদাতিক বাহিনীরও দায়িত্বেও ছিলেন।

শ্রীলঙ্কায় শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন তিনি এবং তিন বছর মিয়নামারে ভারতীয় দূতাবাসে ভারতীয় প্রতিরক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারবানে, এবং ভারতীয় মিলিটারি অ্যাকাডেমির সাবেক ছাত্র।

তিনি “সেনা মেডেল” ও পেয়েছেন জম্মু ও কাশ্মিরে তার অসাধারণ নেতৃত্বের জন্য।

নাগাল্যান্ডে অসম রাইফেলসে (উত্তর) ইন্সপেক্টর জেনারেল পদে কাজের জন্য “বিশিষ্ট সেবা মেডেল” পেয়েছেন মনোজ মুকুন্দ নারবানে, এবং “অতি বিশিষ্ট সেবা মেডেল”ও পেয়েছেন একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে কাজের জন্য।
সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement
ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং

সকল