২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইইউ দলকে কাশ্মির নিয়ে গিয়ে বেকায়দায় ভারত

ইইউ দলকে কাশ্মির নিয়ে গিয়ে বেকায়দায় ভারত - ছবি : সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে ইউরোপীয় পার্লামেন্টের বাছাই করা সদস্যদের সফর নিয়ে ঘরে বাইরে অস্বস্তিতে পড়ল নরেন্দ্র মোদি সরকার।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের কাশ্মিরে পৌঁছনোর পিছনে রয়েছে ব্রাসেলসের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ। ওই সংস্থার পক্ষে ভারতীয় বংশোদ্ভূত ম্যাডি শর্মা ইউরোপীয় পার্লামেন্টের প্রায় ৩০ জন সদস্যকে ভারতে আসার আমন্ত্রণপত্র দিয়েছিলেন। একটি ইংরেজি সংবাদপত্রের দাবি, আমন্ত্রণপত্রে বলা হয়, ভারতে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের ব্যবস্থা হবে। দাবি করা হয়, এ ব্যাপারে মোদি নিজেই আগ্রহী। তিন দিনের সফরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের কাশ্মীরে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।

ম্যাডি শর্মার টুইটার অ্যাকাউন্টে তাকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস ব্রোকার’ হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু ওই অ্যাকাউন্ট এখন আর চালু নেই। শর্মা দাবি করেছেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের তিন দিনের ভারত সফরের খরচ বহন করবে দিল্লির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর নন-অ্যালায়েড স্টাডিজ। কিন্তু তাদেরও কোনো প্রতিক্রিয়া মেলেনি। কী ভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই ধরনের সফরের ব্যবস্থা করল মোদি সরকার, তা নিয়ে বিভিন্ন স্তরে প্রশ্ন উঠেছে।

ইউরোপের দক্ষিণপন্থী দলগুলোর ২৩ জন সদস্যের এই সফর নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে ব্রাসেলসেও। ভারতের অস্বস্তি বাড়িয়ে মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের লিবারেল ডেমোক্র্যাট সদস্য ক্রিস ডেভিস দাবি করেছেন, তিনি কাশ্মিরে গিয়ে অবাধে ঘুরতে চেয়েছিলেন। তাই তার আমন্ত্রণ খারিজ করে দেয় দিল্লি। জম্মু-কা‌শ্মিরের বিশেষ মর্যাদা লোপের পরে এই প্রথম কাশ্মিরে গেছে কোনো বিদেশি প্রতিনিধি দল। যাওয়ার আগে দিল্লিতে মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন ২৩ জন সদস্য।

প্রতিনিধি দলের সদস্য বাছাই ও তাদের আমন্ত্রণ জানানোর শর্ত নিয়ে গোড়া থেকেই অস্বস্তি দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম কেন্দ্র ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়ন সূত্রে খবর, এই দলের ২৩ জন সদস্যের প্রত্যেকেই গোঁড়া দক্ষিণপন্থী দলের প্রতিনিধি। তাদের অনেকেই আবার ইউরোপীয় ইউনিয়নের ধারণারই বিরোধী। ফলে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অনেকেই বিষয়টি নিয়ে খুশি নন। আগেই বিবৃতি দিয়ে এই সফর থেকে দূরত্ব বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, নিতান্তই ‘ব্যক্তিগত’ সফরে গিয়েছেন পার্লামেন্টের ওই সদস্যেরা।

মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের লিবারেল ডেমোক্র্যাট সদস্য ক্রিস ডেভিস দাবি করেন, তিনি কাশ্মিরে গিয়ে অবাধে ঘুরতে চেয়েছিলেন। তাই তার আমন্ত্রণ খারিজ করেছে দিল্লি। ক্রিসের প্রশ্ন, ‘‘ভারত সরকার কী লুকোতে চাইছে? সফররত সাংবাদিক বা আইনসভার সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না কেন?’’

ক্রিস বলেন, ‘‘আমি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের যে এলাকার বাসিন্দাদের প্রতিনিধি সেখানে অনেক কাশ্মিরি বংশোদ্ভূত রয়েছেন। তারা কাশ্মীরে পরিজনের সঙ্গে কথা বলতে চান। এদের উদ্বেগ নিয়ে আমি সরব হয়েছি।’’ ক্রিসের মতে, ‘সামরিক শাসন’ জারি করে কোনো সরকার মানুষের হৃদয় জয় করতে পারে না। এর পরে পাল্টা সহিংসতা হতেই পারে।

অন্য দিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্য, ‘‘দেশের এমপিদের কাশ্মিরে ঢুকতে দেয়া হলো না। অথচ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের কাশ্মির ঘুরিয়ে দেখানো হচ্ছে। এটা অন্যায়।’’

একই সুরে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার মন্তব্য, ‘‘বিজেপির জাতীয়তাবাদের ধরন অদ্ভূত। দেশের এমপিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়ে ইউরোপের জনপ্রতিনিধিদের নাক গলানোর অনুমতি দেয়া হলো।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
১৯ দিন পরেও অঘোষিত ক্যালিফর্নিয়ার ফলাফল! হারেৎসের ওপর ইসরাইল সরকারের নিষেধাজ্ঞা, সকল সম্পর্ক ছিন্ন নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত

সকল