২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত, আহত ৪

- ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মীরে সীমান্তে কৃষ্ণঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে রবিরঞ্জন কুমার সিং (৩৬) নামে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। আহত হয় আরো ৪ সেনা। বিহার রাজ্যের বাসিন্দা নিহত ওই জওয়ান সেনাবাহিনীর নায়েক পদে কর্মরত ছিলেন। এ নিয়ে ৪ দিনের মধ্যে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হলেন। মঙ্গলবার পাক বাহিনীর গুলিবর্ষণে স্থানীয় ৪ বাসিন্দা আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাকিস্তানি সেনারা মঙ্গলবার ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করার পাশাপাশি আবাসিক এলাকায় মর্টার হামলা চালায়। ওই ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর আবাসিক এলাকায় অবস্থিত সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। মানুষজন প্রাণ বাঁচানোর জন্য অন্যত্র নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন গোটা পরিস্থিতির উপরে নজর রেখে চলেছে। ওই সেক্টরে গতকাল রাত থেকে পাক বাহিনী থেমে থেমে গুলিবর্ষণ করছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেরি সেক্টরে সীমান্ত এলাকায় ৩/৪ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। গত ১৪ দিন বন্ধ থাকার পরে এসব বিদ্যালয় চালু হয়েছিল। এবার পুনরায় তা বন্ধ করতে হল।

এর আগে গত ১৭ আগস্ট পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টর সংলগ্ন আউটপোস্ট ও গ্রামগুলিতে গুলি বর্ষণ করলে পালটা জবাব দেয় ভারতীয় সেনা জওয়ানরাও। উভয়পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের জেরে নিহত হন ল্যান্স নায়েক সন্দীপ থাপা।

আজ (মঙ্গলবার) সকাল এগারোটা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চের কৃষ্ণঘাঁটি সেক্টরে পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করলে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দেয়। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের মধ্যে নিহত হন রবিরঞ্জন কুমার সিং নামে ওই সেনা জওয়ান।

সূত্র : পার্স টুডে


আরো সংবাদ



premium cement
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল যারা ভারতে আশ্রয় নিয়েছেন বিচারের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিন : তথ্য উপদেষ্টা কোরিয়ান কোম্পানি ৬৯৩ কোটি টাকায় এক কার্গো এলএনজি দেবে বাংলাদেশকে দুই সপ্তাহের মধ্যে ড্যাপে বর্ণিত ভবনের উচ্চতা জটিলতার নিরসন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় নয়া সঙ্কট নকল পণ্য প্রতিরোধে আমদানির ওপর শুল্ক কমানোর দাবি নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল ঘোষণা করুন : মুজিবুর রহমান পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ১১ শতকোটি টাকা নয় শুধু ছেলেকে ফেরত চান শহীদ আমিনের মা কামরুল, মহিববুর, হেনরী ও এস কে সুরের বিরুদ্ধে দুদকের ৮ মামলা অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুমুল বিতর্ক

সকল