২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে ‘তিন তালাক’ দিলে তিন বছরের জেল

ভারতে ‘তিন তালাক’ দিলে তিন বছরের জেল - ছবি : সংগৃহীত

মুসলিম সম্প্রদায়ের তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদ নিয়ম ‘তিন তালাক’ প্রথা বাতিল করেছে ভারত। মঙ্গলবার (৩০ জুলাই) দেশটির রাজ্যসভায় ৯৯-৮৪ ভোটে ‘প্রোটেকশন অফ রাইটস অফ ম্যারেজ-২০১৯’ নামে বিলটি পাস হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। এই আইনে কোনো মুসলিম স্বামী তার স্ত্রীকে ‘তিন তালাক’ দিলে স্বামীকে সর্বোচ্চ তিন বছরের জেল-জরিমানা ভোগ করতে হতে পারে। খবর বিবিসির।

এর আগে, ভারতের সুপ্রিম কোর্ট ২০১৭ সালে তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে রায় দেয়। এরপর এ নিয়ে বিল এনেও তা বাস্তবে রূপ দিতে পারেনি মোদি সরকার। তবে গত সপ্তাহে ৩০৩ ভোটে লোকসভায় বিলটি পাশ হয়। রাজ্যসভায় কয়েকটি দল ওয়াক আউট করলে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও বিল পাস সহজ বিজেপির পক্ষে।

বিলটি পাসের পর টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন মোদি। তিনি লেখেন, এত দিনে তিন তালাকের মতো একটি প্রাচীন এবং মধ্যযুগীয় প্রথাকে আবর্জনার স্তূপে ছুড়ে ফেলে দেওয়া গেল। মুসলিম নারীদের প্রতি এতদিন ধরে চলে আসা একটি ঐতিহাসিক ভুল শোধরানো সুযোগ হয়েছে। এটা লিঙ্গ বৈষম্যে বিরুদ্ধে জয়। এর ফলে সমাজে সমানাধিকার প্রতিষ্ঠার পথ আরও প্রশস্ত হল। আজ ভারতের খুশির দিন।

এদিকে বিলটির বিরোধীরা বলেছেন, কট্টর হিন্দু জাতীয়তাবাদের বিশ্বাসী মোদির টার্গেটে পড়েছে মুসলিমরা। এই উদ্যোগে মুসলমানদের পারিবারিক ঐতিহ্য বাধাগ্রস্ত হবে ও অপব্যবহার করা হবে আইনটির।


আরো সংবাদ



premium cement
কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিআরজেএ-এর দোয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান করে ২০৩ জনের নামে মামলা বৈষম্যহীন রাষ্ট্র পেতে চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই দেশের সব সম্প্রদায়ের সাথে সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভা অনুষ্ঠিত যারা রাষ্ট্র পরিচালনা করেন কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না : শিবির সেক্রেটারি

সকল