১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমি মুসলিম তোষণ করি, ইফতারে যাব : মমতা

আমি মুসলিম তোষণ করি, ইফতারে যাব : মমতা - সংগৃহীত

নিজের ওপর ওঠা মুসলমান তোষণের অভিযোগকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, ‘‘যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’’ রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফল মমতাকে হতাশ করেছে৷ ২২টি আসনের থেমে গেছে তৃণমূল৷ অন্যদিকে আসন সংখ্যা ২ থেকে ১৮টি তে বাড়িয়ে নিয়েছে বিজেপি৷ একাধিক রাজনৈতিক পর্যবেক্ষক দাবি করেছেন, বিজেপির এই সাফল্য বা তৃণমূলের পতনের অন্যতম কারণ মেরুকরণের রাজনীতি৷

এই পর্যায়ের ধর্মীয় মেরুকরণ বঙ্গ রাজনীতিতে আগে দেখা যায়নি৷ ভোটের ফলাফলেও যা স্পষ্ট৷ ফলাফল প্রকাশের পাক্কা দু’দিন পর সংবাদ সম্মেলন করে মমতা নিজের মন্তব্যের মাধ্যমেই তোষণের রাজনীতির ব্যাখ্যা দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আমি কিন্তু ইফতারে যাচ্ছি৷ আপনারাও আসবেন৷ আমি তো মুসলমানদের তোষণ করি৷ ১০০ বার যাব৷ যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’’

লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ৩৩টি সভা করেছেন৷ প্রতিটি সভাতেই তারা মমতার সংখ্যালঘু তোষণ নিয়ে সরব হয়েছেন৷ বাংলাদেশী অনুপ্রবেশকারীরাই যে মমতার ভোটব্যাংক তা স্পষ্টভাবে জানিয়েছেন মোদি-শাহ৷ অন্যদিকে সিপিএমও বারবার প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার কথা বলে মমতার সংখ্যালঘু তোষণের রাজনীতিকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছে৷ যুতসই জবাব দিতে মমতা শনিবার বিকালের সংবাদ সম্মেলনকেই বেছে নিয়েছেন৷ সাফ জানিয়েছেন, ‘‘আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে৷ মনে রাখবেন, মমতা মমতাই থাকবে৷ নিজেকে কোনো দিন বদলাবে না৷’’

রাজ্যের ১২টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভার ৯টিতে ভালো ফল করেছে তৃণমূল৷ স্বাভাবিকভাবেই, সংখ্যালঘু ভোটব্যাংকের দিকেই যে আগামী নির্বাচনে তাকিয়ে থাকবেন মমতা তা শনিবার আরো একবার পরিষ্কার হয়ে গিয়েছে৷ কিন্তু তিনি দলের দিকে নজর দিতে চান, এদিন তা জানিয়েছেন মমতা৷ জানিয়েছেন দলকে বেশি সময় দিতে চান৷
সূত্র : কলকাতা ২৪

 


আরো সংবাদ



premium cement
হাসপাতালের রোগীদের ওপর গুলি চালিয়েছে ইসরাইলি স্নাইপাররা নিজাম হাজারীর ৮২ ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু নিশ্চিত একীভূত হতে প্রাথমিক আলোচনায় হোন্ডা ও নিশান ‘অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জাতিসঙ্ঘের রাশিয়ায় জেনারেল হত্যার ঘটনায় উজবেক নাগরিক আটক আসাদের পতনের পর দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম বিমান উড়লো ক্যানসারের টিকা তৈরি করেছে রাশিয়া, হবে বিনামূল্যে বিতরণ সোনাগাজীতে বায়ু বিদ্যুতের যন্ত্রাংশ লুটের ঘটনায় গ্রেফতার ৩ বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব গন্তব্য : বাণিজ্য উপদেষ্টা ৩১ দফার মাধ্যমে সব অন্যায়ের জবাব দিতে চাই : তারেক রহমান

সকল