২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

মিয়ানমার জান্তার বিমান হামলায় ১০ দিনে নিহত ৫৩

মিয়ানমার জান্তার বিমান হামলায় ১০ দিনে নিহত ৫৩ - ছবি - সংগৃহীত

মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় ১০ দিনে কমপক্ষে ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য জানিয়েছে।

গত ১০ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিমান, ওয়াই-১২ বিমান, হেলিকপ্টার ও মোটরচালিত প্যারাগ্লাইডার স্কুল, বাস্তুচ্যুত শিবির, হাসপাতাল ও ধর্মীয় স্থানসহ কমপক্ষে ৩৫টি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়।

মাগওয়ে, সাগাইং, মান্দালায় ও তানিনথারি অঞ্চলসহ রাখাইন, কাচিন, শান, মন ও কারেনি (কায়াহ) রাজ্যে বিমান হামলার খবর পাওয়া গেছে।

এদিকে তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) বুধবার রাতে নাওংঘকিওতে আবাসন ও একটি সরকারি হাসপাতালে বিমান হামলার খবর জানায়। উত্তরাঞ্চলীয় শান স্টেট শহরটি ওই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

টিএনএলএ আরো জানায়, বিমান হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং চারজন আহত হন।

এ সপ্তাহে টিএনএলএ ইউনান প্রদেশের কুনমিংয়ে চীনা-মধ্যস্থতায় শান্তি আলোচনা থেকে বের হয়ে আসে।

সরকার বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে বলে বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে আগেই সতর্ক করে দেয় সশস্ত্র গোষ্ঠীটি।

টিএনএলএ আরো জানায়, গত শনিবার একটি হারবিন ওয়াই-১২ বিমান নওনঘকিও উপশহরের একটি গ্রামে ৩৮টি বোমা নিক্ষেপ করে।

১০ ফেব্রুয়ারি উত্তর মান্দালয় অঞ্চলের টিএনএলএ-অধিষ্ঠিত রুবি শহর মোগোকে প্রায় ২০টি বোমা নিক্ষেপ করা হয়। এতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৯ জন আহত হন।

প্রতিবেদন থেকে আরো জানা গেছে, বুধবার কাচিন রাজ্যের মোমাউক উপশহরের অন্তত তিনটি গ্রামে জান্তা যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে। হামলায় একটি পরিবারের সাত সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

এছাড়াও মঙ্গলবার কাচিন রাজ্যের ভামো উপশহরে জান্তা বিমান হামলায় তিনজন বেসামরিক লোক নিহত হন।

ইরাবতির একটি প্রতিবেদনে দেখা গেছে, জান্তা সরকার জানুয়ারিতে ৪০টি উপশহরে বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ১৭০ জন নিহত হন।

ন্যান লিন থিট অ্যানালিটিকা জানায়, গত বছরের আগস্ট পর্যন্ত শাসকগোষ্ঠী কমপক্ষে ৩ হাজার ২৯২টি বিমান হামলা চালায়। বিমান হামলায় প্রায় এক হাজার ৭৪৯ জন নিহত হন।


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল