২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ভারতে নেপালি শিক্ষার্থীর মৃত্যু, উদ্বিগ্ন নেপাল

ভারতে নেপালি শিক্ষার্থীর মৃত্যু, উদ্বিগ্ন নেপাল - ছবি : সংগৃহীত

নেপাল সরকার জানিয়েছে, তাদের দেশের নাগরিক এক শিক্ষার্থীর ভারতে মৃত্যুর প্রেক্ষিতে সেখানে থাকা বাকি নেপালি শিক্ষার্থীদের বিষয়েও তারা উদ্বিগ্ন। তাদের পাশে থাকার বার্তা দিয়েছে সরকার।

ভারতের এক কলেজে নেপালি এই শিক্ষার্থীর মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষ এর আগে বাকি নেপালি শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছিল।

সোমবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানান, তার সরকারের তরফে দুই কর্মকর্তাকে ভারতে পাঠানো হচ্ছে, যাতে করে তিনি সেখানে থাকা নেপালি শিক্ষার্থীদের পরামর্শ দিতে পারেন।

ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর শহরের কলিঙ্গ ইন্সটিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) প্রতিষ্ঠানের ডর্মিটারিতে নিপালি শিক্ষার্থী প্রকৃতি লামসালের লাশ পাওয়া যায়।

ঘটনার পর সারা রাত ধরে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখুক প্রশাসন। কিন্তু নেপালি ছাত্র ইউনিয়ন (এনএসইউ)-র বক্তব্য অনুযায়ী তাদের ‘থামিয়ে দেয়া' হয়।

কলেজ কর্তৃপক্ষ একটি বুলেটিন প্রকাশ করে নেপালি শিক্ষার্থীদের বলে, ‘১৭ ফেব্রুয়ারিতে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে চলে যেতে।' কিন্তু প্রতিবাদের ঝড় উঠলে সেই নির্দেশ ফিরিয়ে নেয় তারা।

কিন্তু একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের মতে, কলেজ কর্তৃপক্ষ বাস ভাড়া করে নেপালি শিক্ষার্থীদের বিভিন্ন রেল স্টেশনে পাঠিয়ে দেয়, যাতে তারা ঘরে ফিরে যেতে পারে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য শিক্ষার্থীদের কাছে আপিল করেন। এনএসইউ জানায় যে- কর্তৃপক্ষ এই নির্দেশ ফিরিয়ে নেয়ায় তারা কিছুটা ইতিবাচক। কিন্তু তবুও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তারা সন্দিহান, এমনটাও জানায় তারা।

শিক্ষার্থীর মৃত্যু নিয়ে যা যা জানা গেছে

কেআইআইটি'র প্রেস রিলেশনস ডিরেক্টর ড. শ্রদ্ধাঞ্জলি নায়াক ডয়চে ভেলেকে মঙ্গলবার বলেন, হোস্টেলের ঘরে সেই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার তদন্তে পুলিশ এক ‘পুরুষ শিক্ষার্থী, যার সাথে মৃতা শিক্ষার্থীর সম্পর্ক ছিল,’ তাকে হেফাজতে নিয়েছে।

এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে এনএসইউ।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

সকল